আমি স্বপ্ন দেখি কিন্তু বাস্তববাদী।
(ডাঃ মিলন-এর স্মরণে)
২৭ শে নভেম্বর, ১৯৯০।
সমগ্র বাংলার মানুষ আজ
ঐক্যবদ্ধ, দৃঢ়প্রতিজ্ঞ
“যে কোন মূল্যে স্বৈরতন্ত্রকে
হটাতেই হবে।”
হঠাৎ শহরের বুকে স্বৈরাচারীর তীব্র আঘাত
টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়
একটি বুলেট এসে বিঁধলো
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের যুগ্ম সচিব
ডাঃ মিলন-এর বুকে
বিধবা হল তার স্ত্রী,
এতিম হল তার একমাত্র সন্তান শামা
এটি তো বুলেট নয়
এ যেন স্বৈরাচারীর বিষ দাঁত
বাংলার মানুষের বিপ্লব মুহুর্তেই ঝলসে উঠলো
সুকান্তের “হয় ধান নয় প্রাণ” শপথ নিয়ে
লক্ষ জনতা নেমে এল রাজপথে।
মিলনের রক্ত তাদের হাতিয়ার
ঝড়ে পড়লো-
জেহাদ, আওলাদ আর নিমাই-এর মত
আরো অনেক প্রাণ
সমগ্র ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবীর মুখে
একই শ্লোগান-
“স্বৈরতন্ত্রের পতন চাই
গণতন্ত্রের মুক্তি চাই”
৫২, ৬৬, ৬৯, ৭১-এর সব রক্ত
আজ জনতার শরীরে-
“এ বাংলাদেশে
গণতন্ত্র কায়েম করতেই হবে”
৪ঠা ডিসেম্বর। রাত ১০টা ৩০ মিনিট।
জরুরী আইন, কারফিউ
সব লংঘন করে
বিজয় ছিনিয়ে আনলো জনতা
উল্লাসে ফেটে পড়লো বাংলাদেশ
অথচ-
একটি পরিবারের চোখে তখনো অশ্রু-
বিজয়ের অশ্রু, বেদনার অশ্রু
আনন্দের অশ্রু-
ডাঃ মিলনের রক্তের বিনিময়ে
অর্জিত গণতন্ত্রের আনন্দ।
ফয়জুল রেশাদ
২১-১২-১৯৯০
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।