ইচ্ছে ঘুড়ি......নাটাই ছাড়া উঁড়ে চলছে...
Facebook e.....Are u lucky today তে ক্লিক করলাম আর দেখতে পারলাম আজ আমি ৮৩% lucky ....দেখে ভাবতে লাগলাম আসলেই কি আমি lucky?luck কিসে favor করবে তাও বুঝতেছি না। কারন আমি বাসা থেকে বের হবো না, তেমন কোন কাজ করব না, মোবাইল ও আমার তেমন বেশী আসে না, আর প্রেম.......সে তো অনেক দুরের কথা। তাই ভাবছিলাম luck টা কোন দিক দিয়ে আসবে। কিন্তু নিজেকে lucky ভাবতে ভালোই লাগছিল।
আমি আবার অনেক গুলো chatroome যাই।
তারই একটাতে গেলাম। ঐখানে একজন বুদ্ধিমতী পেলাম। উনি আসলেই বুদ্ধিমতী এবং অনেক ভালো একজন। উনার সাথে ঝগড়া বা তর্ক করে অনেক মজা। আসলে উনি অন্যান্য মেয়েদের মত এত মাইন্ড করেন না, অনেক ফ্রি ভাবে সব কিছু except করেন।
অনেক ভাব নিয়ে তর্ক করেন। মজাই লাগে। ওনাকে দেখে মজা লাগলো ,ভাবলাম আজ একটু গেজানো যাক। ওনার সাথে তর্ক করে জয় লাভ করা একটু কষ্টের। কিন্তু আমি ও মা'সাল্লাহ কম না।
শুরু হয়ে গেল মজার এবং আনন্দের যুদ্ধ। অল্পকিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলাম আজ আমার দিন। বেশ অনেকক্ষন চলল। ভালই লাগলো। অনেকদিন পর নেট এ বসে মজাই পেলাম।
Facebook এর এইসব জিনিস মাঝে মাঝে অনেক মজা লাগে। প্রত্যেকে try করে দেখবেন মাঝে মাঝে। মিলে গেলে অনেক মজা পাবেন আর না মিললে ভাববেন এটা ভুয়া। আর আজ আমি lucky দেখেই হয়তো এই কথা গুলো আপনাদের সাথে share করে যাচ্ছি। কয় জনের সৌভাগ্য হয় নিজের কথা অন্যকে জানানোর।
So i m really lucky person today..........
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।