© ২০০৬ - ২০১১ ত্রিভুজ
গত তিনমাস ধরে একটা অনলাইন নিউজ সাইট দাঁড় করানোর চেষ্টা করে যাচ্ছি। সেই লক্ষ্যে একটি সাইটের কাজও মোটামুটি শেষ করে এনেছি। ibnews24.com http://www.ibnews24.com/ নামে অনলাইনে সেটা আপলোডও করেছি মাস দুয়েক আগে। আরো বেশ খানিকটা কাজ বাকী। চেষ্টা করছি আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষামূলক ভাবে চালু করার জন্য।
সাইটি সম্পর্কে মতামত জানতে পরিচিত কিছু ডেভেলপার বন্ধাবান্ধবের সাথে লিঙ্কটি শেয়ার করেছিলাম। মিডিয়ার কিছু বন্ধুবান্ধব ও পরিচিতজনের সাথেও শেয়ার করেছি। আমার http://www.shabakasoft.com/ কোম্পানীর হোম পেজেও লিঙ্ক দেয়া ছিলো। নিজের নেটওয়ার্ক থেকে হোক আর কোম্পানীর হোমপেজ থেকে হোক লিঙ্কটি যে অনেক মানুষের হাতে চলে গিয়েছে তার প্রমাণ পেলাম আলেক্সাতে গিয়ে।
Click This Link
সাইট চালু করার আগেই অনেক মানুষ জেনে যাওয়া হয়তো ভাল।
কিন্তু আমার জন্য মনে হয় বিষয়টা খারাপের দিকে চলে গেল। ঘটনাটা ঘটলো আজকে বিডিনিউজ২৪ ভিজিট করতে গিয়ে। বিডিনিউজ২৪ ভিজিট করতে গিয়ে আজকে যে ডিজাইনটা দেখলাম তাতে বেশ অবাক হয়েছি-
যেহেতু নিজেই ডেভেলপার তাই সাইটটি ভাল হচ্ছে না খারাপ হচ্ছে সেই বিষয়ক মন্তব্য করা ঠিক হবে না। তবে এপর্যন্ত যাদেরকে দেখিয়েছি সবাই ভাল বলেছেন। ibnews24 নামকরণ নিয়ে একজন বেশ গঠনমূলক কিছু মন্তব্য করলেন।
bdnews24 এর সাথে একটু মিল থাকার বিষয়টা নিয়ে আমিও ভাবছিলাম। কিন্তু ibnews ডোমেইনটা খালি থাকায় ডোমেইনের শেষে 24 যুক্ত করে ibnews24 করতে হলো। এতকিছু থাকতে ২৪ যুক্ত করার পেছনে মূল কারণ হচ্ছে ২৪ ঘন্টা লাইভ নিউজ দেয়ার বিষয়টি। তা ছাড়া ২৪ শব্দটা সকলে সহজেই মনে রাখতে পারবে। তথাপিও ইউনিক কোন নাম নেয়া যায় কিনা তা নিয়ে এখনো ভাবছি।
কিন্তু বিডিনিউজের নতুন ডিজাইনটা আমার সাইটের মত করে ফেলায় এখন পাঠকরা পুরো সাইটের ডিজাইন নিয়েও সংশয়ে ভুগতে শুরু করবেন।
দুনিয়াতে এতসব ডিজাইন থাকতে হুট করে আইবিনিউজের মতই একটা ডিজাইন বিডিনিউজে কেন লাগানো হলো সেটাই ভাবছি। বিষয়টা কি কাকতাল না বকতাল?
আমি দাবি করছি না যে সাইটের উপরে এরকম একটি বার আমার আগে কেউ লাগায়নি। বিভিন্ন সাইটের ডিজাইন, টেমপ্লেটের বিশেষ কোন ফিচার এবং নিজের চিন্তা ভাবনার মিক্সার হিসেবেই একটি ডিজাইন দাঁড়ায়। যে কেউ যে কারো ডিজাইনের পুরোপুরি বা আংশিক অনুকরণ করতে পারে।
কিন্তু সাধারণত একই এলাকায় একই টাইপের সার্ভিস দাতা দু'টি প্রতিষ্ঠানের ডিজাইন ও বিভিন্ন বিষয় একটু আলাদা থাকা ভাল বা উচিত। নতুবা একটিকে অন্যটির হুবহু অনুকরণ বলে মনে হয়। এক্ষেত্রে আমার সাইটটি তৈরির পরে আমারটার মত ডিজাইন আরেকটি সাইটে পাওয়া গেলে পাঠক কোনটাকে ইউনিক ভাবে সেটাই দেখার বিষয়।
যাই হোক, সবার প্রতি শুভেচ্ছা রইলো।
ঈদ মোবারক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।