আমাদের কথা খুঁজে নিন

   

আমার ঈদ অনুষ্ঠান

অসুস্থ নগরে একটু সুস্থতার খোঁজে ...........
ঈদের প্রথম দিনের কয়েকটা টিভি প্রোগ্রাম দেখলাম । সব ভালো লাগে নাই । অবশ্য আমি সব দেখিও নাই । নাটক দেখলাম তিনটা । হানিফ সংকেতের " আয় ফিরে তোর প্রাণের বারান্দায় " , হুমায়ূন আহমেদের "কাকারু" আর নাম ভুলে যাওয়া নির্মাতার "বিহাইন্ড দ্য সিন (১ম পর্ব)" ।

হু আ- এর চ্যানেল আইতে প্রচারিত নাটকটা ভাল লাগে নাই, তাই পুরা দেখি নাই । হানিফ সংকেত একালের পোলাপাইনের অশ্লীল পোশাক নিয়া কটাক্ষ করছেন দেখে ভালো লাগছে । আশা করি এমন নাটক আরো পাব তাঁর কাছ থেকে । হুমায়ুন তার সৃজনশীলতা হারাচ্ছেন, এখন তার নাটকে আগের সে মজা নাই । বরং নতুন নির্মাতারা ভাল করছেন ।

আর রাত্রে দেখলাম ম্যালাইকা অরোরার বাটেক্সপো'০৯ নাচ । মজা পাইছি ম্যালাইকারে দেইখা, ঈদ সার্থক । আর পিসিতে দেখছি এনিমেশান মুভি ওয়াল-ই , ভালো লাগছে রোবটের প্রেম দেইখা । আজকে কি দেখা যায় আপনারা বলেন , বাটেক্সপোতে রাভিনা ট্যান্ডনও নাচছিল । ওইটা দেখাইবো কিনা জানান ।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।