আমাদের কথা খুঁজে নিন

   

আপনি আগে বদলান, অন্যরা ঠিকই বদলাবে ...



প্রথম আলোর সকল কার্যক্রমই আলোচিত। তাদের বদলে দাও বদলে যাও নিয়ে ক্যাম্পেইন তো ইর্ষনীয় একটা জায়গাতে চলে গেছে। ভালো মন্দ যা-ই হোক বিষয়টা আলোচিত হয়েছে সেটা নিশ্চিত করে বলা যায়। ইদানিং এই বিষয়ে তাদের টেলিভিশন অ্যাডগুলোও ভালো হয়েছে। মেকিং, আইডিয়া সব মিলিয়ে ভালো।

আলোচিত হয়েছে। কিন্তু কতটা ব্যাপকভাবে আলোচিত হয়েছে তার মাত্রা বুঝতে পারিনি। যেটা আজ বুঝেছি। এই ঈদে বহুল প্রচারিত বদরানো সিরিজের অ্যাডগুলো এখন বদলানোর নিয়ামক হিসেবে কাজ করছে। বাড়ীতে গিয়ে দেখলাম, এই অ্যাড আসা মাত্রই দেখলাম সবাই রিমোট চেপে অন্য চ্যানেলে চলে যাচ্ছে।

ভালো অ্যাডগুলো দেখতে না পেরে আমার ছোট ভাই বোনদের জিজ্ঞাসা করলাম, কিরে কী হলো? দেখিনা অ্যাডটা। আমি বড় ভাই হওয়া স্বত্ত্বেও তারা আমার কথাকে কোনো প্রকার পাত্তা না দিয়ে অন্য চ্যানেল দেখতে লাগলো। আর মিনমিন করে জবাব দিল, আপনি আগে চ্যানেল বদলান, অন্যরা ঠিকই বদলাবে ... এবং মজার ব্যাপার দেখলাম নিজেদের ঘরে টিভি দেখার সময় সবাই এই কাজই করছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।