আমাদের কথা খুঁজে নিন

   

এসো লিলুয়া মুগ্ধতা, এসো আবার দু'জন মিলে কষ্ট পাই !



এসো লিলুয়া মুগ্ধতা ! এসো জলবতী জোৎস্নার বিপন্ন রোদ-মাখা রুদ্র ছায়াপাঠ, এসো করোটির ককপিটে পরিযায়ী বিম্বিসার দৃপ্ত পুষ্পলোক, এসো আবার নতুন করে স্রেফ কষ্ট পাই এসো আবার নতুন করে আমরা দু'জন মিলে কষ্ট সাজাই। পুনপুনি পূর্ণিমার পাইথন কাম ফেলে কাইথন কামকেলি সিনানে এসো, এসো বেগুনী দহন এসো কষ্ট-কমল দিয়ে জিষ্ণু বা জয়িতা'র কষ্ট সাজাই; এসো আবার নতুন করে আমরা দুজন মিলে কষ্ট পাই, এসো কষ্ট পাই। এসো লিলুয়া মুগ্ধতা ! এসো আবার আগের মতো আমরা দু'জন মিলে কষ্ট পাই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।