বলার আছে অনেক কিছু
আজ কত তারিখ,কি বার,কোন মাস জানিনা। জানিনা আমার কেন এমন হয়। একটা কিছুর অভাব,কিন্তু কি তা জানিনা। ভাবতে ভাল লাগে। কিন্তু ভাবনা গুলোতো আর সত্য হবার নয়।
সবাই বলে সপ্ন দেখ,সপ্ন দেখতেতো আর দোশ নেই। কিন্তু কোন সপ্নতো সত্য হয়না। পরীক্ষায় ভাল ফলাফল করার সপ্ন দেখি কিন্তু ভাল করতে পারিনা। একজনকে মনেমনে ভালবাসি, তাকে ভালবাসি বলবো সপ্ন দেখি কিন্তু বলতে পারিনা। সবাই বলে ইচ্ছা থাকলে উপায় হয়।
কিন্তু কোথায় সে উপায়? আমার মনে হয় সব ভুল। আর সত্য হল-- মানুষ অলসতা কেটে উঠতে পারলে তার জন্য সব সম্ভব। সে সবকিছুই করতে পারবে। আর মানুষ তার জীবনে সবচেয়ে বড় কাজটি করে পরিশ্রমের মাধ্যমে। সঙ্গে অবশ্যই সত ইচ্ছা থাকতে হবে।
যে যত বড় হতে চায় তার ইচ্ছা হতে হয় আরো বড় এবং পরিশ্রমী হওয়া উচিত। যা আমরা অতীত ইতিহাস থেকে উপলব্ধি করতে পারি। তাই আমাদের পরিশ্রমী হওয়া কর্তব্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।