ইসলামের পথে থাকতে চেষ্টা করি...।
ঈদের জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান।
বরাবরের মতোই রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৯টায়।
প্রধান জামাতে ইমামতি করবেন গুলশান কেন্দ্রীয় মসজিদের প্রধান ইমাম মাওলানা শামসুল হক।
জাতীয় মসজিদের খতিব মোহাম্মদ সালাহউদ্দিন এবার হজ পালনে সৌদি আরব রয়েছেন।
প্রধান জামায়াতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, মন্ত্রিসভার সদস্য, বিচারপতি, কূটনীতিক ও রাজনীতিকসহ সর্বস্তরের নাগরিক অংশ নেবেন।
প্রধান জামাতের পাশে পর্দা দিয়ে মহিলাদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকদের স্ত্রীদের জন্যও আলাদা জায়গা রাখা হয়েছে সেখানে।
মুসল্লিদের জন্য ঈদগাহ ময়দানে ওজুর পানি সরবরাহ ব্যবস্থা এবং ভ্রাম্যমাণ টয়লেট স্থাপন করেছে ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি)।
এছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে সংসদের দক্ষিণ প্লাজায় সকাল ৯টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।
ডিসিসির উদ্যোগে এবার মহানগরীর ৯০টি ওয়ার্ডে ৩৬০টি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠসহ মোট ৩৬১টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের পাঁচটি জামাত হবে। প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয়টি সকাল ৯টায়, তৃতীয়টি সকাল ১০টায়, চতুর্থটি সকাল ১১টায় এবং সর্বশেষ জামাত হবে দুপুর ১১টা ৪৫ মিনিটে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথমটি সকাল সাড়ে ৮টায় এবং দ্বিতীয়টি সকাল সাড়ে ৯টায়।
এছাড়া সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল সাড়ে ৮টায়, শহীদুল্লাহ হল লনে সকাল ৯টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
রাজধানীর সর্বশেষ জামাতটি হবে আজিমপুর ছোট দায়রা শরীফ দায়েমীয়া শাহী জামে মসজিদে দুপুর ১২টায়।
রাজধানীর আরো ঈদ জামাত
চারটি জামাত : মহাখালীর মসজিদে গাউছুল আজম বড় পীর হযরত আবদুল কাদির জিলানী (রহ কমপ্লেক্সে চারটি জামাত হবে। প্রথমটি সকাল সাড়ে ৮টায়, দ্বিতীয়টি সকাল সাড়ে ৯টায়, তৃতীয়টি সকাল সাড়ে ১০টায় এবং চতুর্থ ও শেষ জামাত সকাল সোয়া ১১টায়।
তিনটি জামাত : সায়েদাবাদ পাক দরবার শরিফ বড় জামে মসজিদে ঈদের প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয়টি সকাল সাড়ে ৮টায় এবং তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
আরামবাগের বাবে রহমত দেওয়ানবাগ দরবার শরীফে ঈদের তিনটি জামাত হবে। প্রথমটি সকাল ৯টায়, দ্বিতীয়টি সকাল ১০টায় এবং তৃতীয়টি সকাল সাড়ে ১০টায়।
ইসলামবাগ ঈদগাহ ময়দানেও ঈদেও তিনটি জামাত হবে। প্রথমটি সকাল সাড়ে ৮টায়, দ্বিতীয়টি সকাল সাড়ে ৯টায় এবং তৃতীয়টি সকাল সোয়া ১০টায়।
দুটি জামাত : বাংলাদেশ মসজিদ মিশনের কেন্দ্রীয় মসজিদ কাঁটাবনে ঈদের প্রথমটি সকাল সাড়ে ৮টায়, দ্বিতীয়টি সকাল সোয়া ৯টায়,
উত্তরা ৬ নং সেক্টরের খান পাড়া ঈদগাহ মাঠে প্রথম জামাত সকাল সাড়ে ৮টায়, দ্বিতীয়টি সাড়ে ৯টায়, খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত সকাল ৮টায়।
পুরান ঢাকার লালবাগের বড়ভাট মসজিদে প্রথমটি সকাল ৯টায় দ্বিতীয়টি সকাল ১০টায়, নীলক্ষেত বাবুপুরা শাহ্ সাহেব বাড়ি মরিয়ম বিবি শাহী মসজিদে প্রথম জামাত সকাল পৌনে ৯টায় এবং দ্বিতীয়টি সকাল ১১টায়, মিরপুর ১১ নম্বর সেকশনের মসজিদ বায়তুল ফালাহ কমপ্লেক্সে প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয়টি সকাল ৯টায়।
আজিমপুর ছোট দায়রা শরীফ দায়েমীয়া শাহী জামে মসজিদে প্রথম জামাত সকাল ১১টায় এবং দ্বিতীয়টি দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।
সময়ভিত্তিক জামাত
সকাল ৮টায় : ঢাকা রেলওয়ে স্টেশন প্লাটফর্ম, ক্ষিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল ঈদগাহ ময়দান, সায়েদাবাদ পাক দরবার শরীফ বড় জামে মসজিদ।
সকাল সাড়ে ৮টার : টিকাটুলী জামে মসজিদ, উত্তরা জামে মসজিদ, পল্লীমা সংসদ প্রাঙ্গন, চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, নয়া পল্টন জামে মসজিদ, মোহাম্মদপুর জোহুরি মহল্লার বায়তুত তাইয়্যেব জামে মসজিদ, পশ্চিম আগারগাওয়ের দারুল ঈমান জামে মসজিদ, মোহাম্মদপুর জয়েন্ট কোয়ার্টারের তৈয়বিয়া জামে মসজিদ, মিরপুর ৬ নং সেকশনের কেন্দ্রীয় জামে মসজিদ, ইব্রাহিমপুর কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ মসজিদ ঈদগাহ ময়দান, কলা বাগান বসিরউদ্দিন রোড জামে মসজিদ, মালিবাগ আবুজর গিফারী কলেজ মাঠ, নারিন্দা মশুরিখোলা শাহ সাহেব বাড়ি জামে মসজিদ, জামিয়া শারীয়া মালিবাগ,খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় খেলার মাঠ, শাহজাহানপুর রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় মাঠ, এলিফ্যান্ট রোডের এ্যারোপ্লেন মসজিদ, সিংটোলা শিতারা বেগম জামে মসজিদ।
সকাল পৌনে ৯টা : মোহাম্মদপুর কৃষিবাজার তাহেরিয়া জামে মসজিদ, তারা মসজিদ ও শ্যামলী এসওএস শিশুপল্লবী জামে মসজিদ।
সকাল ৯টা : সংসদের দক্ষিণ প্লাজায়, লালমাটিয়ায় মসজিদে বায়তুল হারাম, গুলশান সেন্ট্রাল মসজিদ ও ঈদগাহ ময়দান, পল্লবী টিটি ক্লাব, শেরে বাংলা নগর গণভবন মসজিদ, মিরপুর দারুস সালামের মারকাজে ইশাআতে ইসলাম দরবারে ফুরফুরা জামে মসজিদ, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, স্যার সলিমুল্লাহ এতিম খানা মাঠ, উত্তর কাফরুল জামে মসজিদ, মিরপুর ১২ নম্বর সেকশনের কেন্দ্রীয় ঈদগাহ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ, মোহাম্মদপুর বাইতুত্ তাইয়্যেব জামে মসজিদ, কল্যাণপুর হাউজিং এস্টেট মাঠ, ধানমন্ডি ঈদগাহ মাঠ, মোহাম্মদপুর কৃষি বাজার তাহেরিয়া জামে মসজিদ, মিরপুর ১২নং ডি ব্লক ঈদগাহ মাঠ, মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদ, লালবাগ শাহী মসজিদ, গেন্ডারিয়ার ইস্ট অ্যান্ড ক্লাব মাঠ।
সকাল সোয়া ৯টা : নিউ এলিফ্যান্ট রোডের বায়তুল মামুর জামে মসজিদ।
সকাল সাড়ে ৯টা : হাইকোর্ট মাজার শরীফ মসজিদ, ফার্মগেটের বায়তুস শরফ মসজিদ, মাজুখান ঈদহগাহ ময়দান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় জামে মসজিদ, উত্তরা ৩ নং সেক্টরের মসজিদ আল মাগফিরাহ, এয়ারপোর্ট রোড জামে মসজিদ।
সকাল ১০টা : লালবাগের বড়ভাট মসজিদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।