আমাদের কথা খুঁজে নিন

   

এই বিভেদ দূর করতে হবে ...........

আর ভালোলাগে চাঁদনী রাত ...... কোথাও আর কিছু লিখতে বা বলতে ইচ্ছে করেনা। সব যেন কেমন অস্থির হয়ে গেছে। বিভিন্ন বিষয়ে আমাদের মতের ভিন্নতা থাকা স্বাভাবিক। সে মত সুন্দর ভাষায় যুক্তির সাথে তুলে ধরার মধ্যে কোন পাপ বা অন্যায় নেই। কিন্তু খারাপ লাগে তখনই যখন দেখি আমার মতামত অন্যের ভাল না লাগলে গালাগাল করে মন্তব্য পাই।

এ কেমন স্বাধীনতা? কোন বিষয়ে কথা বলতে গেলেই পক্ষে বা বিপক্ষে যুক্তি বা মতামত আসেই। এখন দেখা যাচ্ছে এক ধরনের জ্ঞানপাপী যেন উন্মুখ হয়ে বসে থাকেন কখন একটা গালি দেবেন। বিশেষত: ছাগু, আওয়ামীলিগের দালাল ইত্যাদি ইত্যাদি। এটা কেমন কথা? শাহবাগ চত্বরের গণআন্দোলন বাংলাদেশের সকলের (রাজাকার আর তার দোসর ব্যতীত) প্রানের দাবী। সেখানে গিয়ে সংহতি প্রকাশ করলে আপনাকে কেউ পয়সা দেবেনা বা সাবাসি দেবেনা।

কিন্তু আপনি যে দেশ ও জাতির প্রতি শ্রদ্ধাশীল তা প্রকাশিত হবে আবার না যেতে পারলেও কেউ আপনাকে জোর করবেনা। বরং যে যেখানে আছেন সেখান থেকেই সংহতি প্রকাশ করুন। আমাদের মনে রাখতে হবে ঘরের ভেতর ডাকাত রেখে শান্তিতে ও নিশ্চিন্তে ঘুমান যায়না। আমর কোন রাজনৈতিক দলের ধামাধরা নই। সত্যেকে মেনে নিয়ে এবং ধারণ করেই আমরা পথ চলি এবং মতামত প্রকাশ করে থাকি।

আমরা কারও কাছে কোন সুযোগ বা সহায়তা চাইতে যইনা। আমরা নির্ভীকভাকে পথ চলতে চাই। যা সত্যে তাকে অবলম্বন করতে চাই। শাহৃবাগ চত্বরে গণআন্দোলনের সাথে ক্ষমতাসীন আওয়ামীলীগ সংহতি প্রকাশ করেছেন সেটা তাদের রাজনৈতিক প্রজ্ঞা। আর বিএনপি আসেনি সেটা তাদের রাজনৈতিক ব্যর্থতা ও হীনমন্যতা।

এব্যাপারে আমার পরিচিত ২/১ জন বিএনপি নেতার সাথে কথা বলে জেনেছি যেহেতু :জয় বাংলা" শ্লোগান দেয়া হয়েছে তাই তারা অফিসিয়ালি যেতে পারেনা। যদি তাই হয় তবে শাহবাগ এলাকা থেকে মৎস ভবন পর্যন্ত বিস্তির্ন রাস্তা ফাকা পড়ে আছে সেখানে তারা কেন রাজাকারের ফাসির দাবিতে "বাংলাদেশ জিন্দাবাদ" শ্লোগান নিয়ে বসে পড়েন না সেটা জানতে চাইলে কোন উত্তর আমি পাইনি। তবে সবচেয়ে আকর্ষনীয় এটাই যে শাহবাগ চত্বরে আমি পেয়েছি অনেক যুবক-যুবতিকে যারা বিএনপির রাজনীতি সমর্থন করেন। এটা সুষ্পষ্ট যে বর্তমান আন্দোলন কোন দলের নয় বরং আপামর বাংলাদেশীদের। যাদের ভাল লাগল তাদের জিত সমর্থনে আর যারা এটাকে ছাগু, দালালের নাটক বা ফ্যাসিবাদী বলবেন তাদের বিচার এই জাতিই একদিন করবে।

কোন প্রজন্মকেই ছোট করে দেখার সুযোগ নেই। এটা হতে পারে যে, বর্তমান মঞ্চটি কিছু সুযোগ সন্ধানীর দখলে কিছুটা হলেও চলে গেছে। তাই বলেকি আমরা আমাদের মুল দাবী থেকে সরে আসব? নাকি সেটা ঠিক হবে? বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার দ্বায়িত্ব আমাদের পূর্বসূরীদের। আর আমাদের দায়িত্ব সমসাময়িক সকলকে নিয়ে পথচলা। শাহবাগ কারও ব্যক্তিগত ফসল নয় -- এটা সারা জাতির।

তাই আসুন দলমত নির্বিশেষে একত্রিত হই আর দাবি নিয়ে এগিয়ে যাই ---- রাজাকারের ফাসি চাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।