আমাদের কথা খুঁজে নিন

   

হজ পালন করতে ওবামার দাদি এখন সৌদি আরব।ে



২৫ লাখ নর-নারীর সঙ্গে এবার হজ পালন করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার দাদি সারাহ। তিনি বুধবার সৌদি আরবে পৌঁছেন বলে আর অ্যারাবিয়া টেলিভিশন জানায়। বৃহস্পতিবার হজের মূল অনুষ্ঠান হচ্ছে। কেনিয়ার বাসিন্দা সারাহ প্রেসিডেন্ট ওবামার আপন দাদি নন। তিনি ওবামার দাদা হুসেন ওনয়াঙ্গোর তৃতীয় স্ত্রী।

সারাহ’র সঙ্গে আছেন ওবামার দূর সম্পর্কের এক ভাই। তারা সৌদি বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের অতিথি হিসেবে থাকছেন। তারা ওবামার বাবা ওবামা সিনিয়রের জন্মস্থান কেনিয়ার কোগেলো গ্রামের আরো কয়েকজনের সঙ্গে সৌদি আরব যান। ওবামা কিছুকাল কেনিয়া ছিলেন। ওই সময় আপন দাদি আকুমা ওবামার সঙ্গে সারাহও তার প্রতি খেয়াল রাখতেন বলে বারাক তাকেও দাদি বলেই জানেন।

ওবামা মনে করেন, কেনিয়া অবস্থান অন্য সংস্কৃতির মানুষদের আরো ভালোভাবে বুঝতে তাকে সাহায্য করেছে। ওবামার বাবা মুসলমান ছিলেন। তবে তার সম্পর্কে বারাক হোসেন ওবামা তার বইয়ে লিখেছেন, তিনি (বাবা) একজন মুসলিম হিসেবে লালিত-পালিত হলেও মা'র সঙ্গে দেখা হওয়ার সময় নিশ্চিত নাস্তিক' ছিলেন। ওবামার মা অ্যান ডানহ্যাম ছিলেন খ্রিস্টান।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।