আমাদের কথা খুঁজে নিন

   

কবি মাহমুদ দারভীশ



মাহমুদ দারভীশ বিশ্বের সবচেয়ে সম্মানীয় কবিদের অন্যতম এবং বিশেষত আরবের সমসাময়িক কবিদের মধ্যে অন্যতম প্রধান কবি মাহমুদ দারভীশ। অনেকে মনে করেন, জীবিত কবি আদোনিসের পরেই মাহমুদ দারভীশের স্থান। কিন্তু তিনি আরো নানা কারণে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ। কারণ ধর্ম, সংস্কৃতি, ক্ষমতা, জাতীয় মুক্তি ও অধিকারের প্রশ্নে আরব ও ফিলিস্তিনের সংকট মোকাবেলায় বিশ্বদৃষ্টি অর্জনে আমৃত্যু সক্রিয় ছিলেন এই কবি। ফলে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের কণ্ঠস্বর, জাতীয় কবি, অবিসংবাদিত নেতা, রাজনীতিবিদ ও স্বাধীনতার ঘোষণাপত্রের লেখক ইত্যাদি নানা পরিচয়কে অতিক্রম করে তার নামের সাথে যুক্ত হয় প্রতিরোধের কবি।

এ প্রতিরোধ আক্ষরিক অর্থে নয়। আবার পরাবাস্তববাদীও নয়। অর্থাৎ দারভীশ এই প্রতিরোধকে কেবল যন্ত্রনির্ভর কিংবা তত্ত্ব ও জ্ঞানের জায়গাতেই সীমাবদ্ধ রাখেন নি। প্রতিনিয়ত ভাব ও তৎপরতার মধ্য দিয়ে মৃত্যুসহ আরো নানা ঐতিহাসিকতাকে অতিক্রম করে হাজির হয় তার প্রতিরোধ বা মোকাবিলা। সুতরাং এই প্রতিরোধের বিস্তৃতি সীমাহীন, গভীরতায় অন্তহীন, সর্বব্যাপী তার প্রতিরোধ।

উল্লেখ্য, ১৯৪১ সালের ১৩ মার্চ ফিলিস্তিনের আলবিরওয়ায় তার জন্ম এবং ২০০৮ সালের ১০ আগস্ট তিনি মৃত্যু বরণ করেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।