মুক্ত কর ভয়/ আপনা মাঝে শক্তি ধর/ নিজেরে কর জয়।
অত:পর সেফ হইলাম!!
পরম করুণাময়ের দয়ার শোকর করমু নাকি ব্লগাধিপতিদের করুণার লিগ্গা ধইন্যাপাতা দিমু, এইটা ঠিক বুঝতাছিনা!!
যাউক্গা। আম্রারে ব্লগাইতে দিতাছে, এইজন্যে উহাদের নিকট হাজার শোকর। আপনাদের কাছে একটা অনুরোধ, আমারে সেপ কইরা লাভ নাই। আমি লিখি-টিখি না।
আমরা হইলাম হাফপ্যান্ট হইতে সদ্য থ্রি-কোয়ার্টার প্যান্টে উন্নীত পাব্লিক। আম্রা আড্ডাবাজিতে ব্যাস্ত। আমাদের চাইতে ভাল লেখার অনেক ব্লগার আছেন। তাদের আনব্যান, জেনারেলশিপ বাদ দেন। অনুরোধ, দোহাই লাগে।
ব্লগে লেখালেখি, আড্ডাবাজিই ব্লগের প্রাণ। যারা রাতের পর রাত জেগে ব্লগিং করে ব্লগটারে জমিয়ে রাখে, তাদের পোস্ট/ কমেন্ট ব্যান করে লাভ কি?? কিছু ফাউল পোস্ট আসবে, এর আনব্যান/ ওর আনব্যান, এইসব ফাউল পোস্টের কোন মানে নাই। আম্রাও জানি, আপনারাও জানেন। আম্রাও এইসব পোস্ট দিতে চাইনা। কিন্তু, প্রিয় কারো কষ্টে নিজেদেরও কষ্ট লাগে।
এখনো এই বোধটুকু যায়নি বলেই এখনো হয়তো মানুষ বলে দাবি করি নিজেকে। নচে= কবেই দু'পেয়ে জন্তু হয়ে যেতাম। ব্যান করুন, পোস্ট ডিলিট করুন, সবতেই রাজি, খালি একটা অনুরোধ, যাদের পোস্টে ঝামেলা, তাদের ব্লগে একটা মেইল করুন। তাতেই হবে। আপনাদের ডেভেলপারদের একটু কষ্ট করে কয়েকটা ডিফল্ট মেইল করে রাখতে বলুন।
অটোমডারেশন নামে যে "বলির পাঁঠা" আছে, সেটার ব্যবহার করুন আপত্তি নেই, কিন্তু, তার সাথে ঐ ডিফল্ট মেইলটাও পাঠিয়ে দিয়েন। তাহলেই আর ঝামেলাগুলো হয় না।
ভাল থাকুন।
সুস্থ থাকুন।
হ্যাপি ব্লগিং!!
নিরাপদ থাকুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।