নষ্ট/অপ রাজনীতির দোহাই দিয়ে রাজনীতিকে ডাষ্টবিনে ছুড়ে ফেলা দেয়ার শিক্ষা বাল্যেই আমাদের মস্তিকে গেঁথে দেয়া হয় । সংকট মোকাবেলার এই সংকীর্ণতা কোন সমাধানের পথ হতে পারেনা । আমার কাছে মনে হয় এই সংকীর্ণতার অর্থ রাষ্ট্রের প্রতি নাগরিক দায়িত্ব অস্বীকার করা । কেননা যে প্রজন্ম রাজনীতি সচেতনাহীন ভাবে বেড়ে উঠবে তাদের মাথায় রাজনীতিবিদরা ততই কাঠাঁল ভেঙ্গে খাওয়ার সুযোগ পাবে ।আমরা আর কতদিন অজুহাত দেখাবো “আমি শান্তিপ্রিয়,সংঘাত পছন্দ করিনা ”.কি দরকার এসব ঝামেলায় জড়ানোর জন্য ? এসব কথা বলার জন্য সব যুগেই স্বার্থপররা ভুমিষ্ট হবে ;হচ্ছে ।এরা নিজেরা সংকীর্ণ মানসিকতা নিয়ে জীবন অতিবাহিত করবে এবং পরবর্তীপ্রজন্মের মধ্যে সেই বীর্য বপন করে যাবে । আরব বসন্তের কিংবা তাহরির স্কয়ারে যাওয়ার সৌভাগ্য আমার হয়নি তবে প্রজন্ম চত্বরের যে বাংলা বসন্তের ডাক এসেছে তা অবহেলা করার অবকাশ নেই । এই আন্দোলনের গতি প্রকিৃতি নিয়ে অনেকের মনেই বিভিন্ন প্রশ্ন আসতে পারে তবে ইতিহাসের দিকে ফিরে তাকালে ৫২” এবং ৬৬” এর গণজাগরনের যে একাগ্রতা ছিল তা ৭১” এর সংগ্রামকে আরো বেগবান করেছিল । আজ তরুণ প্রজন্মের যে ঘুম ভেঙ্গেছে পরবর্তী সংকট মোকাবেলার ক্ষেত্রে তা আমাদের জন্য সম্পদ হতে পারে । সামনে এখনো দীর্ঘপথ বাকী ..........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।