আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের রাষ্ট্রপতি

...চিরদিন কাহারো সমান নাহি যায় .... আজ যে বড়লোক কাল সে ভিক্ষা চায়............

বাংলাদেশের রাষ্ট্রপতি সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি দেশের প্রতীকি প্রধান হলেও তার কাজ একবারে কম নয়। তিনি তার বিবেচনায় অধিকাংশ সংসদ সদস্যের সমর্থন লাভে সক্ষম একজনকে প্রধানমন্ত্রী নিয়োগ করেন। আবার প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নিয়োগ দেন। এছাড়া এটর্নি জেনারেল, নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারক, পিএসসিসহ সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যদের নিয়োগ দেন। বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগেরও প্রধান তিনি।

বাংলাদেশের রাষ্ট্রপতির বিচারসংক্রান্ত কিছু ক্ষমতাও রয়েছে। তিনি যে কোনো আদালত কর্তৃক প্রদত্ত দণ্ড হ্রাস, স্থগিত কিংবা মওকুফ করতে পারেন। সংসদে পাশকৃত বিল তার সম্মতি ব্যতিত আইনে পরিণত হতে পারে না। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ জিল্লুর রহমান বাংলাদেশের ১৮তম রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নির্বাচন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১২৩ অনুচ্ছেদের (১) দফার বিধান অনুসারে রাষ্ট্রপতি পদের মেয়াদ অবসানের কারণে উক্ত পদ শূন্য হলে মেয়াদ সমাপ্তির তারিখের পূর্ববর্তী নব্বই হতে ষাট দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

তবে শর্ত থাকে যে, যেই সংসদের দ্বারা তিনি নির্বাচিত হয়েছেন সেই সংসদের মেয়াদকালে রাষ্ট্রপতি কার্যকাল শেষ হলে সংসদের পরবর্তী সাধারন নির্বাচন না হওয়া পর্যন্ত শূন্য পদ পূর্ণ করার জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে না এবং সাধারন নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের দিন থেকে ত্রিশ দিনের মধ্যে রাষ্ট্রপতির শূন্য পদ পূর্ণ করার জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার জন্য “রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১” এবং “রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১” রয়েছে। ১৯৯১ সালের পূর্বে সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচিত হতেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং পরবর্তীতে এদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

তার উপাধি হচ্ছে বঙ্গবন্ধু। তার কন্যা শেখ হাসিনা ওয়াজেদ আওয়ামী লীগের বর্তমান সভানেত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী। ১৯৪২ সালে শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে মেট্রিক পাশ করেন। ১৯৪৪ সালে কলকতার ইসলামিয়া কলেজ থেকে আই এ এবং ১৯৪৭ সালে একই কলেজ থেকে বিএ পাস করেন। ১৯৪৬ সালে তিনি ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাধারন সম্পাদক নির্বাচিত হন।

১৯৪৮ সালে তিনি আইন বিষয়ে ডিগ্রি লাভের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের দাবি দাওয়ার প্রতি কর্তৃপক্ষের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে আন্দালনে নেতৃত্ব দেয়ার কারণে ১৯৪৯ সালে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। পূর্ব পাকিস্তানের রাজনীতির প্রাথমিক পর্যায়ে শেখ মুজিবুর রহমান ছিলেন ছাত্রনেতা । একই সাথে আওয়ামী লীগের উচ্চপদেও আসীন হয়েছিলেন তিনি। ১৯৫৩ সালে তিনি পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

১৯৬৬ সালে দলের সভাপতি হওয়ার আগ পর্যন্ত তিনি এ পদে বহাল থাকেন। তার সবচেয়ে বড় গুণ ছিল তুখোড় বক্তৃতা প্রদানের মতা। একজন বাস্তবাদী রাজনীতিক হিসেবে তিনি তৎকালীন বঙ্গদেশ তথা পূর্ব পাকিস্তানের জনগোষ্ঠীর প্রতি সকল ধরণের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। তার দাবিগুলোর মধ্যে প্রধান ছিল বর্ধিত প্রাদেশিক স্বায়ত্ত্বশাসন যার কারণে তিনি আইয়ুব খানের সামরিক শাসনের অন্যতম বিরোধী পে পরিণত হন। জনগণের স্বাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি একসময় ছয় দফা পরিকল্পনা পেশ করেন, যাকে পশ্চিম পাকিস্তানে একটি বিচ্ছিন্নতাবাদী পরিকল্পনা হিসেবে বিবেচনা করা হয়েছিল।

১৯৬৮ সালে তিনি ভারত সরকারের সাথে মিলে এ বিষয়ে একটি পরিকল্পনা করেন বলে অভিযোগ ওঠে। কিন্তু এ ব্যাপারে তিনি নির্দোষ প্রমাণিত হন। ১৯৭০ সনের নির্বাচনে তার নেতৃত্বে আওয়ামী লীগ বিপুল বিজয় অর্জন করলেও তাকে সরকার গঠনের সুযোগ দেয়নি পাকিস্তানের শাসকগোষ্ঠী। বরং এ নিয়ে আলোচনার নামে চলে নানা তালবাহানা। পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি ইয়াহিয়া খান এবং পশ্চিম পাকিস্তানের রাজনীতিবিদ জুলফিকার আলি ভুট্টোর সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবের আলোচনা ভেঙে যাওয়ার পর ১৯৭১ সনের মার্চ ২৫ তারিখে পাকিস্তান সেনাবাহিনী পূর্ব পাকিস্তানে গণহত্যা শুরু করে।

একই রাতে তাকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। এর প্রেক্ষিতে ৯ মাসের রক্তয়ী যুদ্ধ শেষে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করলে পাকিস্তান কারাগার থেকে মুক্তি পেয়ে পরবর্তী বছর ১০ জানুয়ারি ঢাকায় প্রত্যাবর্তন করেন শেখ মুজিবুর রহমান। ঢাকায় ফিরে তিনি দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। কিছুদিন পরে সমাজতন্ত্রে বিশ্বাসী ধর্মনিরপেক্ষ সংবিধান প্রণয়ন এবং সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করেন।

কিন্তু প্রচণ্ড দারিদ্র্য ও বেকারত্বের মোকাবেলায় তিনি সফল হতে পারেন নি। ফলে তিনি তার সম্মোহনী নেতৃত্বকে পূঁজি করে ১৯৭৫ সালের ২৫ জানুয়ারী তিনি সকল দলীয় রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে বাকশাল কায়েম করেন এবং দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হন। এসময় তিনি তার ‘দ্বিতীয় বিপ্লবে’র কর্মসূচীও প্রদান করেন। কিন্তু তার এসব কাজে তিনি ক্রমেই জনবিচ্ছিন্ন হতে থাকেন। এমন কি নিজের দলের নেতাদের সাথেও তার দূরত্ব বাড়তে থাকে।

দেশে বাড়তে থাকে রাজনৈতিক অস্থিরতা। এ সব দুর্বলতার সুযোগ নিয়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট তারিখে একদল উচ্চাভিলাসী সামরিক কর্মকর্তা তাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। সৈয়দ নজরুল ইসলাম ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুজিবনগরে গঠিত অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম থাকলেও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম। শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলে বন্দী থাকার কারণে নজরুল ইসলামকেই মুক্তিযুদ্ধের সার্বিক নির্দেশনা প্রদান করতে হয়েছিল। ১৯২৫ সালে কিশোরগঞ্জ জেলার যমোদল দামপাড়ায় তার জন্ম।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে ১৯৪৭ সালে এমএ এবং ১৯৫৩ সালে এলএলবি ডিগ্রী লাভ করেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয়। এক সময় তিনি মুসলিম ছাত্রলীগের সম্পাদক নির্বাচিত হন ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৪৯ সালে তিনি কর বিভাগে অফিসার পদে নিয়োগ লাভ করেন। কিন্তু ১৯৫১ সালে সরকারি চাকরি ছেড়ে দিয়ে ময়মনসিংহ আনেন্দমোহন কলেজে ইতিহাসের অধ্যাপক হিসেবে যোগদান করেন।

পরে তিনি আইন ব্যবসায় শুরু করেন। কর্মজীবনে তিনি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালের ২৫ মার্চ বঙ্গবন্ধুকে গ্রেফতারের পর তিনি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগরে স্বাধীন বাংলাদেশ সরকার গঠিত হলে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন। স্বাধীনতার পর সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনসহ বাংলাদেশ পুনর্গঠনে বিশেষ ভূমিকা রাখেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমান নির্মমভাবে নিহত হওয়ার পর তিনিসহ তার বেশ কয়েকজন সহকর্মী বন্দী হন। ঐ বছরই জেলখানায় তার অপর তিন সহকর্মীসহ তাকেও নির্মমভাবে হত্যা করা হয়। বিচারপতি আবু সাঈদ চৌধুরী বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী ১৯২১ সালের ৩১ জানুয়ারি টাঙ্গাইল জেলার নাগরবাড়ির এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুল হামিদ চৌধুরী পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের স্পিকার ছিলেন। বিচারপতি আবু সাঈদ চৌধুরী কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন এবং পরে ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পাস করেন।

১৯৬০ সালে তিনি পূর্ব পাকিস্তানের অ্যাডভোকেট জেনারেল এবং ১৯৬১ সালে হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন। ১৯ ৬৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন। একাত্তরের মার্চ মাসে তিনি জাতিসংঘের মানবাধিকার কমিশনের অধিবেশনে যোগদানের জন্য জেনেভা যান। সেখানে জেনেভার একটি পত্রিকায় দু’জন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু সংবাদ দেখে ২৫ মার্চ পূর্ব পাকিস্তান প্রাদেশিক শিক্ষা সচিবকে পাকিস্তান দূতাবাসের মাধ্যমে প্রেরিত এক পত্রে লেখেন, “আমার নিরস্ত্র ছাত্রদের উপর গুলি চালানোর পর আমার ভাইস চ্যান্সেলর থাকার কোন যুক্তিসঙ্গত কারণ নেই। তাই আমি পদত্যাগ করলাম”।

১৯৭১ সালে জাতিসংঘের অধিবেশনে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের পক্ষে সমর্থন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতার পর তিনি ঢাকায় ফিরে আসলে বাংলাদেশের রাষ্ট্রপতি নিযুক্ত হন। ১২ জানুয়ারি ১৯৭২ থেকে ২৪ ডিসেম্বর ১৯৭৩ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। ১৯৮৭ সালে ৬৬ বছর বয়সে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে লন্ডনে মারা যান। মোহাম্মদউল্লাহ বাংলাদেশের তৃতীয় রাষ্ট্রপতি মোহাম্মদউল্লাহ’র জন্ম ১৯২১ সালের ২১ অক্টোবর লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায়।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৩ সালে ইতিহাস বিভাগে স্নাতক ডিগ্রী এবং ১৯৪৮ সালে কলকাতার রিপন কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৫০ সাল থেকেই তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থেকে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। বাংলাদেশের প্রথম গণপরিষদে তিনি স্পিকার নির্বাচিত হন। বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী ১৯৭৩ সালের ২৪ ডিসেম্বর পদত্যাগ করলে তৎকালীন গণপরিষদের স্পিকার হিসেবে সংবিধান অনুযায়ী অস্থায়ী রাষ্ট্রপতি নিযুক্ত হন। পরবর্তীতে ১৯৭৪ সালের ২৪ জানুয়ারী দেশের তৃতীয় রাষ্ট্রপতি নির্বাচিত হন।

২৭ জানুয়ারী তিনি শপথ গ্রহণ করেন। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। ১৯৮০ সালে তিনি বিএনপিতে যোগ দেন। বিচারপতি আব্দুস সাত্তারের সময়ে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯১ সালে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯৬ সালের নির্বাচনের আগে তিনি পুনরায় আওয়ামী লীগে যোগ দেন। ১৯৯৯ সালের ১১ নভেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। খন্দকার মোশতাক আহমেদ দেশের ৫ম রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদ ১৯১৮ সালে কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাসপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে বি.এল ডিগ্রি লাভ করেন এবং ১৯৪২ সালে রাজনীতিতে যোগ দেন। ব্রিটিশ বিরোধি আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রাখেন।

তিনি পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা যুগ্ম মহাসচিব। তিনি যুক্তফ্রন্টের মনোনিত প্রার্থী হিসেবে ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। কেন্দ্রিয় সরকার ১৯৩৫ সালের আর্টিকেল ৯২-এ ব্যবহার করে যুক্তফ্রন্ট সরকার ভেঙ্গে দিলে ১৯৫৪ সালে অন্যান্য নেতাদের মতো তাকেও কারাবরণ করতে হয়। ১৯৫৫ সালে তিনি মুক্ত হয়ে আবার সংসদে যুক্তফ্রন্টের চিফ হুইপ হিসেবে নির্বাচিত হন। ১৯৫৮ সালে সামরিক শাসন জারি করার পর তিনি আবার বন্দি হন।

মুক্ত হওয়ার পর ১৯৬৬ সালে ছয়-দফার সমর্থন করায় তাকে আবার কারাবরণ করতে হয়। ১৯৭০ সালের নির্বাচনে তিনি পাকিস্তান জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারে তিনি পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন। দেশ স্বাধীন হবার পর শেখ মুজিবুর রহমানের সরকারে তিনি বিদ্যুৎ, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে তাকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

তিনি বাকশালের কার্যকারি কমিটির সদস্য ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছু সেনা কর্মকর্তাদের দ্বারা শেখ মুজিবুর রহমান নিহত হবার পর মোশতাক আহমেদ নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেন। এই পদে তিনি মাত্র ৮৩ দিন ছিলেন। রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার পর তিনি ইনডেমিনিটি বিল পাশ করেন। তিনি "জয় বাংলা" স্লোগান পরিবর্তন করে এর স্থলে "বাংলাদেশ জিন্দাবাদ" চালু করেন।

এই সময় তিনি "বাংলাদেশ বেতার" নাম পরিবর্তন করে "রেডিও বাংলাদেশ" করেন। তার শাসনামলে চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, ক্যাপ্টেন মো. মনসুর আলী এবং এইচ. এম. কামরুজ্জামানকে ঢাক কেন্দ্রীয় কারাগারে (৩ নভেম্বর) হত্যা করা হয়। মোশতাক আহমেদ ১৯৭৫ সালের ৫ নভেম্বর সেনা বিদ্রোহের এক পর্যায়ে অপসারিত হন। ১৯৭৬ সালে মোশতাক আহমেদ ডেমোক্রেটিক লীগ নামে একটি নতুন দল প্রতিষ্ঠা করেন। একই বছর সামরিক শাসককে অপসারণের ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে ২ টি দুর্নীতির অভিযোগ আনা হয় এবং আদালত তাকে ৫ বছরের কারাদণ্ড প্রদান করেন। জেল থেকে মুক্তিলাভের পর তিনি আবার সক্রিয় রাজনীতি শুরু করেন। ৫ মার্চ ১৯৯৬ সালে তিনি মৃত্যু বরণ করেন। বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি। তিনি ৬ নভেম্বর ১৯৭৫ থেকে ২১ এপ্রিল ১৯৭৭ পর্যন্ত দায়িত্ব পালন করেন।

তিনি ছিলেন বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি। আবু সাদাত মোহাম্মদ সায়েম বর্তমান রংপুর জেলায় জন্ম গ্রহণ করেন ১৯১৬ সালে। তিনি রংপুর জেলা স্কুলে পড়ালেখা করেন এবং পরবর্তীতে কারমাইকেল কলেজে অধ্যয়ণ করেন। এরপর তিনি কলকাতা প্রসিডেন্সি কলেজে পড়ালেখা করেন ও ইউনিভার্সিটি ল' কলেজ থেকে আইনে ডিগ্রি লাভ করেন। কলকাতা কোর্টে আইনজীবী হিসেবে কাজ করার পর ১৯৪৭ সালে সায়েম ঢাকা চলে আসেন।

ঢাকায় এসে তিনি ঢাকা হাইকোর্টে প্রাকটিস শুরু করেন। বাঙ্গালি রাজনীতিবিদ এ.কে. ফজলুল হকের সাথেও তিনি কাজ করেন। একসময় তিনি ঢাকা হাই কোর্ট বার এসোসিয়েশনের নির্বাচিত মহাসচিব ও ভাইস-প্রেসিডেন্ট হন। ১৯৬২ সালের ৩ জুলাই তিনি বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন। বাংলাদেশের স্বাধীনতার পর বিচাপতি সায়েমকে ১৯৭২ সালের ১২ জানুয়ারি দেশের প্রথম প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয়।

১৯৭৫ সালের ৩ নভেম্বর ও ৬ নভেম্বর এর সামরিক অভ্যুত্থানের পর বিচাপতি সায়েমকে দেশের রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতি হয়ে তিনি সংসদ ভেঙ্গে দিয়ে সামরিক আইন জারি করেন এবং নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করেন। ১৯৭৬ সালের ২৯ নভেম্বর তিনি সামরিক আইন প্রশাসকের পদ থেকে অব্যাহতি নিয়ে সেনাপ্রধান জিয়াউর রহমানকে প্রধান সামরিক আইন প্রশাসক নিয়োগ করেন। ১৯৭৭ এর ২১ এপ্রিল তিনি দূর্বল স্বাস্থ্যের কারণে জিয়াউর রহমানের হাতে রাষ্ট্রপতির পদ ছেড়ে দিয়ে অবসরগ্রহণ করেন। তিনি অবসর জীবনে রচনা করেন আত্মজীবনীমূলক গ্রন্থ ‘At Bangabhaban : Last Phase' (১৯৮৮)।

এ বইটিতে ১৯৯৭ সালের ৮ জুলাই তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। মুহাম্মাদ বাকীবিল্লাহ চলবে................................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।