কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com
বৈচিত্রের বিচিত্র চিত্রে যখন তুলি ছোঁয়ালাম
তখনি জেগে উঠে চিত্রিত ছবিগুলো,
ছায়া হয়ে চলতে থাকে আমার পিছু পিছু।
রৌদ্র গড়িয়ে আমি হয়ে যাই কুয়াশাময়
তারপর অন্ধকার
দু’চোখে তখন ঝাপসার ছানি, নিদারুন ধোঁয়াশা,
নিয়নের আলো ব্যবধান করে বলে যায়
-এ তোমার পরিচিত পট, রঙতুলি আর এই হলে তুমি!
ছায়া ছায়া মায়া, কখনো যেন ঠিক সাড়ে তিন হাত
ফের মিলে যায় জিনেদের কিংবদন্তী গাঁথায়,
ওরা হাতড়ে ফেরে আমার সমস্ত সঞ্চয়-
পকেটে
অন্তরে
চিন্তায়,
ছবিগুলো ছায়া হয়
ছায়াগুলো বদলে দেয় আমার ছবি
ধীরে ধীরে হয়ে উঠি সর্বশান্ত, উন্মত্ত অথবা
দেয়ালে ঝুলানো একখানা ছবি।
কে আঁকে বিচিত্র ছবিগুলো?
কে সাজায় মানচিত্রের আনাচে কানাচে?
চিত্রিত হয় বধ্যভূমি- আমাদের পরিচিত ক্যানভাসে!
ছায়াগুলো ছবি ছিল
ছবি গুলো নানা রঙ ছিল
পট ছিল পবিত্র সাদা জমিন;
আঁকিয়েরা ভিন হতে পসরা সাজায়
ছবিগুলো বিক্রিত হয় অর্থ বিলাসে,
তারপর শোভিত হয় কারো ইচ্ছের বলয়ে।
ওরা দ্বগ্ধ করে জনপদের বিমোহিত দু’টি চোখ
ওরা জ্বলে জ্বলে অঙ্গার হয়ে হয় নিঃশেষ,
বাতাসে বইতে থাকে কেবলি চিত্রকরের বিষ-নিশ্বাস!
২৪ নভেম্বর ২০০৯
মদীনা মুনাওয়ারা, সউদী আরব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।