এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
বাংলাদেশী যমজ দু’বোন তৃষ্ণা-কৃষ্ণা সুস্থ হয়ে উঠেছে। এই প্রথমবারের মতো তাদের ইনটেনসিভ কেয়ার থেকে সাধারণ ওয়ার্ডে আনা হয়েছে। তাদের মুখে হাসি ফুটেছে। তারা একে অপরকে তাকিয়ে দেখছে। খাবার খাচ্ছে।
এসব তথ্য জানিয়েছেন মেলবোর্নের রয়্যাল চিলড্রেন হসপিটালের ডাক্তাররা। এ খবর শুনে তাদের বাংলাদেশী মা-বাবা যমজ দু’সন্তানকে দেখতে অস্ট্রেলিয়া যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এএফপি, এপি, এবিসি অনলাইন, হেরাল্ড সান। বাংলাদেশী দুই
মাথাজোড়া লাগানো দু’বোন অস্ট্রেলিয়ার মেলবোর্নের রয়্যাল চিলড্রেন হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে পৃথক হওয়ার পর এখন সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানান হাসপাতালের ডাক্তাররা। হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান লিও ডোনান জানান, তৃষ্ণা-কৃষ্ণা নামের তিন বছর বয়সী দু’বোনকে ইনটেনসিভ কেয়ার থেকে স্বাভাবিক ওয়ার্ডে নিয়ে আসা হয়েছে।
ওদের অবস্থা এককথায় চমত্কার। ওরা এখন হাসি খেলায় মেতে উঠেছে। ডিভিডিতে মুভিও দেখছে। সবচেয়ে খুশির খবর হলো, ওরা এখন খেলছে। তৃষ্ণা সবাইকে অবাক করে দিয়ে রুটি এবং ফল মুখে দিয়েছে।
এটি আরও খুশির খবর। এখন আমাদের একমাত্র কাজ এ দু’শিশুকে সম্পূর্ণ সুস্থ করে তোলা।
বাংলাদেশের খুলনা অঞ্চলের অত্যন্ত দরিদ্র কার্তিক ও লাভলী মল্লিকের ঘরে তৃষ্ণা ও কৃষ্ণা পরস্পরের মাথা জোড়া লাগানো অবস্থায় জন্মগ্রহণ করে। দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত মা-বাবা তাদের এ যমজ সন্তানকে লালন-পালন করতে না পেরে ঢাকার এক অনাথ আশ্রমে রেখে যান। এ অসহায় যমজ শিশুর খবর জানতে পেরে অস্ট্রেলিয়ার চিলড্রেন ফার্স্ট ফাউন্ডেশন নামের একটি দাতব্য প্রতিষ্ঠান তাদের চিকিত্সার জন্য অস্ট্রেলিয়ার মেলবোর্নে এনে রয়্যাল চিলড্রেন হাসপাতালে ভর্তি করে দেয়।
হাসপাতালের ডাক্তাররা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এক অস্ত্রোপচারের মাধ্যমে তৃষ্ণা ও কৃষ্ণার দু’মাথা আলাদা করতে সমর্থ হন। ১৬ জন বিশেষজ্ঞ সার্জন দীর্ঘ ৩২ ঘণ্টা অক্লান্ত পরিশ্রম করে এ জটিল অস্ত্রোপচার সম্পন্ন করেন। এরপর থেকে দুই যমজ বোন ইনটেনসিভ কেয়ার ইউনিটে ছিল। ডাক্তাররাও সংশয়ে ছিলেন দু’বোন বাঁচবে কিনা। কিন্তু শেষ পর্যন্ত সবাইকে অবাক করে দিয়ে সুস্থ হয়ে উঠেছে তৃষ্ণা ও কৃষ্ণা।
নিজেদের যমজ সন্তানের সুস্থতার খবর শুনে লাভলী মল্লিক উচ্ছ্বসিত আবেগে বলেন, আমার চেয়ে খুশি কোনো মা এ মুহূর্তে পৃথিবীতে আছে কিনা আমি জানি না। আমার বিশ্বাস, তারা সম্পূর্ণ সুস্থ হয়ে বড় হবে। লাভলী মল্লিক তার দু’মেয়ে তৃষ্ণা ও কৃষ্ণাকে দেখতে অস্ট্রেলিয়া যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।