আমাদের কথা খুঁজে নিন

   

ড: আয়েশা সিদ্দিকা'র

নিজের কথা প্রকাশে ব্লগের চাইতে ভালো কিছু আর কিইবা হতে পারে।
২০০৭ এর জুন এ ড: আয়েশা সিদ্দিকা তার নিজ দেশ পাকিস্তান থেকে অনেকটা পালিয়ে ইংল্যান্ডে আশ্রয় নিয়েছে। অবশ্য এর আগেই পাকিস্তানে তার বোমার বিস্ফোরন ওনি ঘটিয়ে দিয়েছেন। পৃথিবীর যে দেশটি সামরিক বাহিনীর দেশ হিসাবে বহূল ভাবে পরিচিত সেই পাকিস্তান নামক দেশের মিলিটারি ইকনোমি নিয়ে লেখা তার বই মিলিটারি ইন্ক. হোল সেই বোমা। ২৯৩ পৃষ্ঠার বইটিতে কি আছে? ড: সিদ্দিকা বলছেন পাকিস্তানের রাজনীতিতে তার সামরিক বাহিনীর অংশিদারত্ব সবসময় খুব শক্ত ভাবে ছিল এবং এখনো আছে।

শুধু রাজনীতিতেই না, দেশের খোদ জাতীয় অর্থনীতিতেও এই বাহিনী ধীরে ধীরে মহিরুহের মতন অবস্থান দখল করে নিয়েছে। সামরিক বাহিনীর যে ব্যাবসা বাণিজ্য রয়েছে তা পাক জিডিপি 'র ৭% বেশী অংশ দখল করে নিয়েছে। পুরো দেশের ভারী শিল্পের এক তৃতীয়াংশ ফৌজিদের দখলে। ব্যাক্তি মালিকানাধীন অর্থনীতির ৬-৭% রয়েছে সম্পূর্নতই সামরিক বাহিনীর নিয়ন্ত্রনে। এতসব ভয়ন্কর সব তথ্য দিয়ে পাকিস্তানে বসে বই প্রকাশ করতে যাওয়াটা ড: অয়েশার জন্য দু:সাহসিক কাজই বটে।

অনেক দেশে বইটা খুজেছি। আমার হাতে এল মাত্র।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।