আমাদের কথা খুঁজে নিন

   

আসুন,নরকের প্রবেশদ্বারের সাথে পরিচিত হই.........বাইরে থেকে দেখে আন্দাজ করে নেই নরক! দেখতে কেমন???

একটা কিছু করে না দেখালে শান্তি নাই..............
নরক দেখতে কি তাইলে এরকম????? কি ভয়ানক!!!!!!!! . .দিনের বেলা..... . . জায়গাটা উজবেকিস্তানে.......একটি ছোট্ট শহর দারভেজ এর কাছে...... স্হানীয়ভাবে জায়গাটা প্রচলিত নরকের প্রবেশদ্বার নামে...... নরকের দরজা সর্বপ্রথম উন্মুক্ত হয় ৩৫ বছর আগে.....কয়েকজন জিওলজিস্ট জায়গাটাতে গ্যাসের জন্য খনন কাজ চালাচ্ছিলেন....... হঠাৎ করে এক বিকট আওয়াজ দিয়ে এক বিশাল কূপ উনাদের সামনে উন্মুক্ত হয়ে যায়.......উনাদের সব সাজ সরন্জাম ঢুকে যায় সেই কূপে........আর মারাত্মক সব বিষাক্ত গ্যাসের উদগীরন ঘটতে থাকে......... সেই যে শুরু..........এখোনো জ্বলছে...........আর আমাদের নরক সম্বন্ধে সামান্য কিছু আইডিয়া দিয়ে যাচ্ছে........
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।