একজন ফুরিয়ে যাওয়া ব্লগার
রবীন্দ্রনাথের গানগুলো আমার ভীষণ ভালো লাগে।
আমার নাম (মেঘ বলেছে যাবো যাবো) নিয়েও তাঁর খুব সুন্দর একটা গান আছে। আমার গানটা খুব ভালো লাগে।
মেঘ বলেছে যাবো যাবো রাত বলেছে যাই
সাগর বলে কূল মিলেছে আমি তো আর নাই
দুঃখ বলে রইলো চুপে তাহার পায়ের চিহ্ন রূপে
আমি বলে বিলাই আমি আর কিছু না চাই
ভুবন বলে তোমার তরে আছে বরণমালা
গহন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা
প্রেম বলে যুগে যুগে তোমার লাগি আছি জেগে
মরণ বলে আমি তোমার জীবন তরী বাই।
গানটা এখান থেকে শুনতে পারেন।
আপনাদের কেমন লাগলো জানাবেন আশা করি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।