আমাদের কথা খুঁজে নিন

   

আর কতকাল ?



দিন যায় ,রাত যায় ,অপেক্ষার প্রহর দীর্ঘ হয় ,সামু তে বসে থাকি আর ঝিম পারি ।ভাবি আজ হয়তো একসেস পাবো ,আজ প্রথম পাতায় লিখতে পারব। হা হতোস্মি ,হয় না কিছু আর । সামু তে অনেকের পোস্ট দেখি আর কমেন্ট দেয়ার জন্য উদগ্রীব থাকি,কিন্ত না আজো আমার বিধবা ইদ্দতকাল কাটে নি ! কবে মডারেটরদের সুদৃষ্টি পড়বে কে জানে! কবে তারা ফতোয়া দেবেন আমি শুদ্ধ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।