অভাব মোদের খাদ্যে - এটা
ভুল বলেছ ভাই,
এমন ভাগ্য দেখতে কি পাও-
বিষও খেতে পাই।
নানান রঙের নানান মাত্রা,
কি অপরূপ কবর যাত্রা-
এমন কাণ্ড যতই বলো
বিশ্বে কোথাও নাই।।
ব্যবসায়ী বিষ করছে চালান
নানান কথার বোলে,
আমরা সেটাই কিনছি হেসে
বিবেক বুদ্ধি ভুলে।
অধিক পাবো - অধিক খাবো,
অধিক লাভে বর্তে যাবো-
'অধিক' পাওয়ার এই আকুতি
মারছে মানুষ তাই।।
সময় হলো ভালো হবার-
'অধিক' টা নয় - মান বাড়াবার,
বিষ তেজারত বন্ধ করো
এর প্রয়োজন নাই,
অল্প খেয়ে বেশী বাঁচা-
আমরা সবাই চাই।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।