Chilli নামের সাদা-কালো এই ফ্রিজিয়ানা ষাড়টি আসন্ন কুরবানীতে বিক্রয় হইবে।
Chilli এর Bio-data:
ষাড়ের জাত ঃ ফ্রিজিয়ানা।
ওজন ঃ ১.২৫ টন ( ১১৩৪ কেজি)
উচ্চতা ঃ ৬ ফুট ৬ ইঞ্চি
বয়স ঃ ১০ বছর।
Chilli এর শৈশবের দুঃখ গাঁথাঃ
১৯৯৯ সালে ৬দিন বয়সের Chilli কে ইংল্যান্ডের Somerset এর এক পশু আশ্রমের দরজায় কেউ ফেলে রেখে যায় । সেখানেই আদরে সোহাগে বেড়ে উঠে Chilli. তার বাসস্থান Ferne animal Sanctuary in Ferne এর ম্যানেজার Naomi Clarke জানা যে, বিপুল আয়তন Chilli খুবই নম্র স্বাভাবের।
আশ্রমের অন্যান্য গরুদের সাথে কখনও বিবাদ করে না এবং খাদ্য গ্রহণও পরিমিত।
যে Chilli একদিন অনাকাঙ্খিত হিসাবে পরিত্যক্ত হযেছিল , সেই Chilli আজ দুনিয়ার সর্ববৃহৎ ষাড় হিসাবে গিনিস রেকর্ড বুকের গর্বিত স্থান প্রাপ্ত।
মূল কথাঃ
সকল শিশুর মধ্যে নানামুখী সম্ভাবণার বীজ সুপ্ত থাকে। কাউকে অনাকাঙ্খিত হিসাবে অবহেলার করা উচিৎ নয়। সামান্য স্নেহ- যত্নে যদি একবার তার সম্ভবণার উৎস টি আবিষ্কার করে মনের আগল খুলে দেওয়া যায় , তবে সে এক নতুন বিস্ময় হিসাবে বিশ্ব দরবারে আবির্ভূত হতে পারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।