আমাদের কথা খুঁজে নিন

   

এক অতি নিকট সত্য



মৃত্যু অবধারিত অতি নিকট সত্য । আমাকে ধরতে তাড়া খুব বেশি তার । পাহাড়,নদী,সাগর তলে,অসীমশূন্যের মহাকাশযানে কোথাই পালাই কোথাই যাই সে আমাকে কাছে টানবেই । কারণ মৃত্যু এক অতি নিকট সত্য । প্রাচুর্য শয্যা,সাজ, রূপ, রস, অর্থ, কড়ি, বাড়ি, গাড়ি বিনিময়ে সে নেয় না কিছু ।

সে তো অপোষহীন নির্ভীক । মৃত্যু এক অতি নিকট সত্য । রমনার পার্কে সকালের সুন্দর বাতাসে বেঁচে থাকার আশা নিয়ে শত মানুয়ের ব্যয়াম যাত্রা । হাঁটাহাটি পাশাপাশি পথ চলা । কত শতক কথার মালা গলায় জড়াতে হয় প্রতিনিয়ত প্রতিটি দিন ।

দিনের পর দিন চলে যায় আসে যায় সু দিনের বার্তা র্দুদিনের বার্তা গুলো ক্রমেই মুছে যায় । স্মৃতির পাতা থেকে আরেক টা দিন কেবলই খসে পড়ে অজানা কোন মহাকালেরর স্রোতের টানে । ভেসে চলা জীবন বয়ে বেড়ায় আশা হতাশার দীপাবলীর কাব্য নিয়ে । কে পথ ফিরে চায়, একটু সুখের পরশের ছোয়ায় মনের পিপাসা মিটায় । আবার নবদিনের সূচনায় মনটাকে কে যেন আগে তুলনায় আরো সজীব সতেজ করে দেয় ।

এই ভাবেই দিনের অন্ত । অস্তমিত সন্ধ্যা লাল সূর্য্যে ডুবিডুবি । কখনই মৃত্যু এত বেশি করে তাড়া করেনি । আজ যেমন প্রতিদিনই মনে হয় আমাকে তার সাথী করে নিয়ে যাবে । হয়তো প্রতি ক্ষণ যদি সে আজকের দিন গুলোর মত করে ডাকতো আজ তাকে আমি বড়ই ভালোবাসতাম তাকেই আপন করে নিতাম ।

কান্ত মন অবশ হয়ে আসা অবয় কি করে আর সামনে চলবে । সামনে চলার পথটুকু আসে বির্স্তৃন কিন্তু পথ চলার মানুষটির নেই আগের মতো শক্তি সামর্থ যোগ্যতা বল । আর কেবলই মনে হয় এই ধরণীর বুক থেকে একটা নাম মুছে যাবে বিলীন হয়ে যাবে । কেউ জানবে না । না কেউ জানবে না আজ যেমন মনে পড়ে শৈশবের কথা গুলো খুব খুব বেশি করে ।

বাবার হাত ধরে পথ চলা। প্রথম যেদিন স্কুলে ভর্তি হই । আজকের এই দিনে ভর্তির জন্য কত যুদ্ধ এই মা বাবা রা কত না সচেতন । মা কথা খুব বেশি মনে পড়ে । আর রাতে আধারে দু 'চোখে অশ্রু বয়ে চলে ।

আহ হারিয়ে গেল সবি খুঁজি আজ তাদেরই ছবি সহপাঠী সহযাত্রী হয়ে কত কাছাকাছি ছিলাম আমরা । ভাই ভাই হয়ে পথ চলেছি আমরা তাদের অনেকেই আজ আর নেই । এই বিদায় বেলা কেবলই সব কেমন যেন মেকি মনে হয় । আর অন্তর টা হু হু করে কেঁদে উঠে সান্ত্বনা খুজে পাই না । চোখে সামনে ভেসে আসে একটি নির্জীব লাশ ।

এই ক'টা মূর্হূত পূর্বে লোক টা দেখলাম প্রাণের সঞ্চালনে আলোড়িত দেহমন । তারপর মাত্র কয়েক টা সময় পেরিয়ে গেল মাত্র । এরপর কি না নির্বাক,নিস্তেজ। আর ভাবতে পারি না । একটু আগে ডাকলাম সেই ডাকে সাড়া দিল ... .. এভাবেই সবাই বুঝি চলে অজানা র পথে অজানার পথটা কে খুব জানতে ইচ্ছে করে ।

মৃত্যু আমাকে তাড়া করে ঠিক এই সময়ে আমি কোন অন্যায় চিন্তা মাথায় নিই না । দূনীর্তির কোন ভাবনা আমাকে নিয়ে খেলা করে না। আমার মনটা কেমন জানি একটু ভালো লাগে । অন্য ভাবনায় মনকে নিয়ে যায় । সেখানে থাকে না অন্যকে কস্ট দিয়ে কথা বলার প্রবনতা, অপরকে ধোঁকা দেওয়ার মানসিকতা, অন্যের সম্পদ লুটে খাবার চিন্তা, মিথ্যা বলার অদম্য বাসনা,ছোটদের কে অকারণে বকাবকি করার ইচ্ছে, সব মিলিয়ে আমি যেন হারিয়ে যাই অন্য এক জগতের প্রান্ত সীমায়।

ঠিক এই প্রান্ত সীমায় মৃত্যু যেন ..... আমাকে ডাকে ....কেন তবে ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।