আমাদের কথা খুঁজে নিন

   

কি দিন যে আইলো

মায়াময় পৃথিবীটাতে আমি এক মায়ানেকড়ে

সবই সময়ের দোষ।আম্রা সব নির্দোষ। কি দিন যে আইলো ছোডব্যালায় দ্যাকতাম বিয়ার সময় পোলাগুলা ব্যাপক শরম পাইতো।শরমে সারাক্ষম মুখে রুমাল দিয়া রাখত।আর এখনকার অর্থাৎ আমার সময়ের পোলাগুলার শরম এমন কমা কমছে যে একেবারে মাইনাচে গিয়া ঠেকছে।এখন আর কেউ শরম পায় না তাই মুখে রুমাল দ্যায় না।পারলে খুশিতে পান্জাবি খুইল্যা নাচে মাইয়্যাডিরে দ্যাকতাম কান্দাকাডি কইর‌্যা নাকের জলে চোখের জলে বুক ভাসাইতো । আর এখন কি দিন যে আইলো, কান্দাকাডি তো দুরের কথা ডিস্কো নাচতে নাচতে বাড়ির থিক্যা বারাইয়া যায় সবই সময়ের দোষ।আম্গো কুনু দুষই নাই। খ্যাঁক খ্যাঁক খ্যাঁক ক্যাঁক ক্যাঁক ক্যাঁক পেঁক পেঁক পেঁক ("পেঁক পেঁক" ইজ কপি ফ্রম মহাকুবি মাইকেল মেহেদি)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।