সকল মৌলিক লেখার সত্ত্ব লেখকের ।
দখ্নে হাওয়া হতাম যদি আমি
দখ্নে হাওয়া হতাম যদি আমি
পৌঁছে দিতাম বার্তা প্রিয়ার কানে
দুখ-বিরহে কাটায় যেজন রাতি
বার্তা টুকুন সুখ ছোঁয়াতো প্রাণে
এক পশলা বৃষ্টি হতাম যদি
তৃষ্ণা ধরার মিটিয়ে চিরতরে
মাট ভরিয়ে দিতাম সবুজ ঘাসে
বৃক্ষ দিতাম নতুন পাতায় ভরে
নিদ্রা দেবী পারলে হতে কভু
খাটের পাশে যেতাম উড়ে উড়ে
মগ্ন বিভোর আছে যারা ঘুমে
স্বপ্ন ভরে দিতাম দু’চোখ জুড়ে
কোকিল ডাকা ফাগুন হতাম যদি
আর কখনো যেতাম নাকো ফিরে
শাখায় শাখায় ভরিয়ে দিতাম ফুলে
স্বর্গ কানন থাকতো ভুবন ঘিরে
চন্দ্র যদি হতাম আকাশ পরে
উজ্জ্বলতার অঙ্গে ভরে আলো
চন্দ্রিমাতে ভাসিয়ে দিতাম ধরা
জ্বলমলাতো রাতের যতো কালো
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।