আমাদের কথা খুঁজে নিন

   

UK তে যারা আছেন সাহায্য করেন, British ডিগ্রী লইতে মন চায়

দিবা স্বপ্ন দেখতে ভাল লাগে কেন

UK যাওয়া এখন অনেক সহজ, যার ইচ্ছা সেই যাইতে পারে। এই খবর শুইনা আমার আব্বার মাথা খারাপ হইয়া গেছে। এই সুযোগে MSc টা কমপ্লিট করতেই হবে। UK গেলে টাকা মত্র ২৮ দিন ব্যাংকে রাখলেই চলে, অন্য কোন কাগজ পত্র লাগেনা। তাই আমাকে UK তেই যেতে হবে।

এইবার আমাকে যেতেই হবে। মেডিক্যাল তারিখ পাইলাম জানুয়ারীর ৭তারিখে, IELTS দেব ডিসেম্বর এর ১৯তারিখে। পড়তে হবে কোন University তে বা University লেভেল এর College এ। বিষয় Computer Networking/Communication Relate। শুরু করতে চাচ্ছি ফেব্রুয়ারী সেমিস্টার থেকে।

আমি টিউশন ফি পুরাটাই পে করে যাব। ৩/৪ মাসের হাত খরচ নিয়ে যেতে পারব। কিন্তু তারপরের খরচ আমাকে নিজেকে যোগাতে হবে কাজ করে। সম্ভব হলে এমএসসির পর আরো পড়াশোনা করা। সম্মানীত, মাননীয় ব্লগার বন্ধুরা আমাকে পরামর্শ দিন কোন ইউনিতে পড়লে ভাল হয়, টিউশন ফি কম মানে ৭০০০-৮৫০০ পাউন্ডের মধ্যে এবং পার্ট টাইম কাজ করে অন্তত থাকা খাওয়ার খরচ যোগানো যায়।

আমি জানি ওখানকার অবস্থা খুব খারাপ। কিন্তু কতটুকু খারাপ। সবাই ত যাচ্ছে লন্ডন। আন্নান্য শহরের অবস্থা কি? প্লিজ হেল্প মি................................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।