আর তুমরা শুনে রাখ...আমরা খালি হাতেই বাড়ি ফিরবো...কারণ আমরা জানি দিন শেষে কৃষকের ঘরে ফসল যায় না...কৃষক তিন বেলা গরম ভাত খেতে পারলেই খুশি...আমরা সেই কৃষক...আমাদের মা, আমাদের মাটি...আমাদের থাকুক...পবিত্র থাকুক...আমরা কি পেলাম আর কি পেলাম না তা হিসাব করার সময় এটা না...তুমরা যারা বলছো এই আন্দোলন একটি হুদাই আন্দোলন হয়েছে...ব্যর্থ গণজাগরণ হয়েছে...হ্যা বন্ধুরা আমি তোমাদেরই বলছি...এই আন্দোলনকে পুজি করে অনেকেই অনেক স্বপ্ন দেখতে শুরু করেছিলেন...তারা আন্দোলনটা তাদের করে নিতে চেয়েছিলেন...কিন্তু তারা বিফল...জয় জনতারই হবে...আন্দোলন চলবে...জয় বাংলা...চলুক আন্দোলন...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।