আমাদের কথা খুঁজে নিন

   

কেন যে যুদ্ধাপরাধী হলাম না!!!!!!!

আমি একটা পাগোল ভুত গোলাম আযম ক্ষণে ক্ষণে জানতে চাইছেন শাহবাগে কত লোক! গত এক সপ্তাহে গোলাম আযমকে সরবরাহ করা খাদ্য তালিকায় দেখা গেছে, তাকে খাবার দেয়া হয় সকাল ৭টায় পাউরুটি, ডিম ও একটি কলা। চায়ের পাতা ও চিনি। সকাল ৯টায় মুরগির স্যুপ ও খিচুড়ি। দুপুর ১টার মধ্যে দেয়া হয় কখনও পোলাওর চালের কখনও বাসমতি চালের ভাত, সবজি, ছোট মাছ বা তার চাহিদা অনুসারে রুই মাছের তরকারি, পাতলা ডাল। রাতের বেলা দেয়া হয় পোলাও চালের ভাত, মুরগির মাংস, সবজি, পাতলা ডাল। সুত্রঃ http://hello-today.com/ht/75746#.USIGAPJXdBB ভাল ভাল কেন যে যুদ্ধাপরাধী হলাম না অন্তত পোলাও চালের ভাত, মুরগির মাংস, মাছ এসব খেতে পারতাম। ওই হারামিকে মোটা চাল, না চালা আটার রুটি র বেশি কিছু দেয়া উচিত না।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।