আমাদের কথা খুঁজে নিন

   

বেশিরভাগ(৯৯.৫%) রাজনৈতিক লেখাই পছন্দ হয়না

অনেকদিন ধরেই পড়ছি, ভাবছি এবার লেখা শুরু করা দরকার, আমার মতামত দেবার সময় হয়ত এসেছে। আশা করছি আমার লেখা পছন্দ হবে না সবার।-এটাই আমার সার্থকতার মাপকাঠি।

শুধুমাত্র সা.হ.ব-এর ক্ষেত্রেই নয় বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক লেখাই পছন্দ হয়না। এই দেশের লেখক সবাই(৮০%)-কে আমার চরমপন্থি মনে হয়। তারা কিছুদিনের মাঝেই নিজের সত্তাকে আর বাঁচিয়ে রাখতে পারেন না, কথা বলতে শুরু করেন কোন এক মহলের হয়ে। কেনরে ভাই-বোনেরা ? কেন আমরা লেখার সময় ব্যক্তিগত পছন্দকে ছাপিয়ে বস্তনিষ্ঠ হতে পারিনা? আমাদের মতামত কেন সবসয়-ই কোন না কোন মহলের হয়ে গলাবাজির মত শোনায়? এই বেপারে চলুন নিজেকে বদলে ফেলি, কেন আজ তার কিছু ভাল দিক খুজে দেখিনা যাকে আমি সবচেয়ে অপছন্দ করি, আর তার কিছু মন্দ দিক খুঁজে বের করি যাকে আমি সবসময় খুব পছন্দ করি। প্রথম জন-কে নিয়ে ভাল কিছু লিখে ফেলি, আর পরের জনের কিছু সমালচনা... চলুন না চেষ্টা করেই দখি নিজেদের রাজনৈতিক লেখাগুলকে আরো বেশি পরমত সহনশীল এবং নিজ মতের সমালচক হতে পার কিনা। ------------------অনন্তর আত্মার সন্ধানে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।