আমাদের কথা খুঁজে নিন

   

'আমার হাড় কালা' ডাউনলোডিং লিংক সহ

আর কাদায় ভরা মনের মধ্যে ........

'আমার হাড় কালা' গাইতে গিয়ে প্রথম জানতে পাই জসিমউদ্দীন কবিতার পাশাপাশি অসাধারন কিছু গান ও রচনা করে গেছেন, যেমন 'আমায় ডুবাইলিরে ভাসাইলিরে' শচীন দেব বর্মণ এর গাওয়া 'রঙিলা রঙিলা', অর্ণবের মনপুরাতে গাওয়া 'আমার সোনার ময়না পাখি' এরকম আরও অনেক। এই গানগুলো নিয়ে কাজ করার ইচ্ছে রাখি। (এই গানটা গেয়েছিলেন আব্বাসউদ্দিন। ) লিরিক আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারে অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে। মনরে....... ওরে হাইলা লোকের লাঙল বাঁকা, জনম বাঁকা চাদ রে আমার, জনম বাঁকা চাদ তাহার চাইতে অধিক বাঁকা হায় হায় তাহার চাইতে অধিক বাঁকা, যারে দিছি প্রাণ রে, দুরন্ত পরবাসে।

মনরে....... ওরে কূল বাঁকা গাঙ বাঁকা, বাঁকা গাঙের পানি রে, আমার বাঁকা গাঙের পানি সকল বাকাঁয় বাইলাম নৌকা হায় হায় তবু বাঁকারে না জানিরে দুরন্ত পরবাসে। মনরে....... ওরে হাড় হইলো জরো জরো, অন্তর হইলো গুড়ারে আমার অন্তর হইলো গুড়া পিড়িতি ভাঙ্গিয়া গেলে হায় হায়, পিড়িতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূরন্ত পরবাসে.... গানটার লিংক Click This Link একটা অন্তরা গাওয়া হয়নি। একটা ডকুমেন্টারির জন্যে কাজটা করা হয়েছিল। কারও কারও ভাল লাগলে সামনে গাইবো। সারাদিনের জমা হওয়া ক্লান্তি নিয়ে এরকম গান শুনতেই ভাল লাগে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।