update 27 trikh sokal 11.10 apnadar sobar doa kaja lagsa.aktu aga doctor ar satha khotha bollam uni bollan kono chinta nai.oparation lagba na.u can go now.khub taratari desha astasi.desha asa apnadar satha dakha korbo.ki dakha korban to?sobai doa korban
আপডেট ২৫ তারিখ সকাল ১১.৪৫ মা এখন একটু ভাল। কাল রাত থেকে ফ্লুইড পড়া বন্ধ হয়েছে। ডাঃ বলছে ভাল ইমপ্রুভমেন্ট। আজ বিকালে আবার চেক আপ। তারপরই ফাইনাল রেজাল্ট।
সবাই দোয়া করুন কারন আবার অপারেশনের সামর্থ নেই
আপডেট ২৩ তারিখ সকাল ১০.৪৫ আজ সকালে মা কে ফোন করেছিলাম। মার খুব একটা ভাল নেই। ডাঃ নাকি কাল কিছুই বলে নি। আজ চেক আপ করে বলবে। কালকেও নাকি কথেডার দিয়ে নাকি অনেক ফ্লুইড জমছে।
আমি মানসিক ভাবে অপারেধনের জন্য প্রস্তুতি নিচ্ছি। জানি না শেষ পর্যন্ত কি হয়। প্লিজ সবাই দোয়া করুন
সবার কমেন্ট এর জবাবাব না দিতে পারার কারনে ক্ষমা চাচ্ছি। এখন পর্যন্ত হিমেলের একাউন্টে ১০০০০ টাকা জমা হয়েছে
আপডেট দুপুর ১.৩০ মা এখন একটু ভাল আছন। আজ বোঝা যাবে আপারেশন লাগবে কি না।
প্লিজ সবাই দোয়া করুন
পারলে সবাই facebook এ দিয়ে দেন
আপডেট সন্ধা ৬.৩০ হসপিটাল থেকে আসলাম। মার অবসথা খুব একটা ভাল নেই। মনে হয় অপারেশন লাগবেই। আরো প্রায় ২লক্ষ টাকার মত লাগবে। এইবার মনে হচ্ছে টাকার কাছে হেরে যার।
আজ নাহিদার কথা খুব মনে হচ্ছে। মা আর নাহিদার কেম্পেইন এক সাথেই হয়েছিল। আজ নাহিদা নেই কিন্তু মা আছে। শেষ পর্ষন্ত থাকবে ত......
আপডেট :সকাল ১০.৩০ :কাল রাতে মার সাথে কথা হয়েছে। কাল রাতে নাকি ডাঃ চেকআপ করে কিডনির যেখানে পানি জমেছে সেখানে ঔষধ দিয়েছে।
আর সাথে সাথে এও বলে গেছে আল্লাহ আল্লাহ করুন। ঔষধে কাজ হলে ত ভাল না হলে সোমবার অপারেশন। প্লিজ সবাই মার জন্য দোয়া করুন।
যারা বিদেশ থেকে টাকা পাঠাতে চান তারা ষ্র্মার একাউন্টে সরাসরি পাঠাতে পারেন।
অনেক সপ্ন অনেক আশা নিয়ে মাকে নিয়ে কোলকাতায় আসেছিলাম।
আজ এখানে দাড়িয়ে সেই সপ্ন অনেক দূরে মনে হচ্ছে। যে সপ্নের পিছে নিজে জীবন পর্যন্ত বাজী রাখলাম সেটা অপূর্ন থাকবে এটাই মানতে পারছি না। আল্লাহর কাছে বেশী কিছু ত চাই নি। শুধু চেয়েছি মা সুস্থ হোক মার মুখে সেই হাসি ফিরে আসুক। সব সন্তানই এই চায়
কোলকাতায় আসার পর বিভিন্ন কারনে অপারেশনে একটু দেরি হয়ে যায়।
যাই হোক গত ২৭/১০/০৯ এ সফল একটা অপারেশন হয়। অপারেশনের পর মা ই আমার থেকে ভাল ছিল। যাই হোক গত ৪/৫ দিনে মার আরো দুটো অপারেশন হয়েছে। মার কিডনির ঊপরে নাকি পানি জমেছে। আমার কাছে যে টাকা ছিল তা শেষ।
আমার ত আর কিছুই করার নেই। কারন করতে গেলেই টাকার প্রয়োজন। কাল মা কে হসপিটাল থেকে discharge করতে হবে। হয়ত ২/৩ দিনের মধ্যে বাংলাদেশে চলে আসতে হবে। চিকিৎসা শেষ না করেই চলে আসতে হবে।
এই অবস্থায় আমি আপনাদের এই অনুরোধ করবো ধার/সাহায্য যাই হোক আপনারা আমাকে সাহায্য করুন। আমি কথা দিচ্ছি আপনাদের এই ঋন আমি গরিব দুঃখি মানুষের সেবা করে শোধ করব। এখন ১/২ লক্ষ টাকা হলেই মনে হয় হয়ে যাবে + আরো প্রায় ২লক্ষ টাকার মত লাগবে যদি অপারেশন লাগে
সাহায্য পাঠাবার ঠিকানা:
রহিমা খাতুন, সঞ্চয়ী হিসাব নং- ১৩৫৯০,
পূবালী ব্যাংক,
প্রধান শাখা (main branch don't wright principal in english), ময়মনসিংহ।
সুইফ্ট কোড: PUBABDDHA
অথববা
Md.Shamsur Rahim
Account no:156.101.53927
Dutch-Bangla Bank Ltd
Mymensingh Branch.
আর যারা সরাসরি পাঠাতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন +919007684728
দেশে আমার ছোট ভাই আছে ওর নম্বর 01671602407
আমকে ইয়হু মসেঞ্জারে ADD করতেপারেন renoy222@yahoo.co
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।