দ্য ওয়ে আই ফিল ইট...
ইতিহাসের ক্ষতে দাও বেগুনি ফিনাইল
দাও দুষ্টচক্র ফোটোগ্রাফ
শুভ্র জালের মতো রায়ের মোড়ক
হাঁটতে দাও লাল সূর্যের মতিঝিলে
নত হয়ে, তুমুল বাতাসের ঘ্রাণে
উড়াতে দাও নির্ঘুম চুলের পতাকা
ইতিহাসকে খেতে দাও
পুরনো সিরামিক বাসনে ইতস্তত ঝালমুড়ি
সরিয়ে নাও পীতাভ বিউগল,
কাটাতার ব্যারিকেড
সে দেখুক চওড়া সড়ক, বঙ্গভবনের
নপুংসক আকাশে সূর্যাস্তের প্রতিশব্দ
লোকাল বাসে যারা আসছে অনন্তকাল
ট্রাফিক সিগন্যাল ছুঁয়ে, রাসেল স্কয়ারের
তারা জানে কান্নার বিবিধ অনুবাদ
স্বজনের হিমোগ্লোবিন অবমুক্ত হলে
যে নারীরা মেতে ওঠে কৃষ্ণপক্ষ রোদনে
তাদের কুটির পথে পাহারা সরিয়ে নাও
বহুদিন পর, ঘর্মাক্ত বসনে আরেকবার
নুন সরোবরে তৃপ্ত হবে ইতিহাস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।