আমাদের কথা খুঁজে নিন

   

ভাঙাগড়া'র খেলা

আমার জানা বলতে আমি কি বুঝি তাই জানি না।

প্রতিদিন স্বপ্ন দেখি একটা একটা ক'রে ঝ'ড়ে যাচ্ছে পাতা একটা একটা দূর্বল গাছ... তারও ঝরছে। একবার... অবয়ব ছিন্নবিচ্ছিন্ন হচ্ছে... বৃহত্তর রাশিয়া ভেঙ্গে বেলুচিস্তান কিরগিস্তান স্হলজ খাদ্যে হচ্ছেনা যে পুঁজিপতি পশ্চিমার তাই বুঝি... ছোট ছোট গাছের ঝরা পাতাও গুনতে হবে আজ! আর একবার... কাটা-ছেঁড়া এবং ছেঁড়া শরীরের সংযোজনের ব্যর্থ প্রয়াস। নেপাল - ভারত - বাংলাদেশ সড়ক অথবা রেলের বন্ধন অথবা ব্যবসা দ্বিপাক্ষিক অথবা ত্রিপাক্ষিক অথবা বহুপাক্ষিক, মিয়ানমার - ভারত - বাংলাদেশ সমুদ্রসীমা অথবা জলজ সম্পদ হয়ত কয়লা নয়... হয়ত বা তেল - গ্যাসের জীবন কাহিনী হয়ত বা মানব অথবা মানবী রোহিঙ্গা উত্তাপ একবার ভাঙ্গো ... একবার গড়ো সামন্ততন্ত্র - পুঁজিতন্ত্র - সমাজতন্ত্র তন্ত্র অথবা রাজনীতি, মিলেমিশে একাকার- হায়! প্রতিদিন স্বপ্ন দেখি- ঝরাপাতার... ভাঙাগড়ার ইতিহাসের।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।