মন যা চায় তাই করি। "সময়ের সাথে সাথে অধিকার গুলোও হারিয়ে যায়" "যারা জীবনকে উপভোগ করতে জানে না তারা সর্বদা কাজ করে জীবন কাটিয়ে দেয়" দেশের মানুষ মনে হয় সব পাগল হয়ে গেছে, আর জামায়াত তো হয়েছে মরার জন্য ছাগল। জামায়াত যা শুরু করেছে, তাতে দেশের যুবকেরা অতিষ্ট হয়ে সাহায্য চাইল ওবামার। এতে তৈরী হচ্ছে খাল, যা দিয়ে ভবিষ্যতে কুমির আসবে। এবার আমেরিক একটা সুন্দর মর্সন রাস্তা পেয়ে গেল যা দিয়ে দেশের উপর একটা চাপ সৃষ্টি করতে পারবে।
কিছুদিন পরে দেখা যাবে আমেরিকা বলবে যে, আমাদের দেশে জঙ্গিবাদ। মারও গেনেট বানাও পাকিস্তান আর ইয়েমেন। আমেরিক যে বাংলাদেশকে কতটা বন্ধু মনে করে তা কিছুদিন পরেই বুঝা যাবে। এর আগে এ দেশে তারা ঢুকার কোন রাস্তা পায় নাই। এবার একটা রাস্তা তারা মনে হয় পেয়ে গেল।
এমনিতেই এদেশের গ্যাস তাদের খুবই পছন্দের জ্বালানী। কারন আমেরিকার জ্বালানী এমনিতেই সংকট। সাহায্য জাতি সংগের কাছে চাইলে কি হইত। ওবামা কি করবে তার দামি বাহিনী সিল টিম ৬ পাঠাবে, এ দেশের মশা মারার জন্য। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।