আমাদের কথা খুঁজে নিন

   

আজ আজ ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের সর্বকালের অন্যতম সিংহ্পুরুষ তিতুমীরের ১৭৮তম শহীদ দিবস।

পরাজিত হতে হতে আমি উঠে দাড়িয়েছি এবার ফিরে যাবো না খালি হাতে, স্তব্ধতা আর সৌন্দর্যের পায়ে পায়ে এগিয়ে যাই যে কবি সে কখনো খালি হাতে ফিরে যেতে পারে না ।
আজ ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের সর্বকালের অন্যতম সিংহ্পুরুষ বীর বাঙালি তিতুমীরের (জন্ম ২৭শে জানুয়ারী, ১৭৮২) ১৭৮তম শহীদ দিবস। তাঁর প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী । তিনি বিপ্লবের মন্ত্রে স্বেচ্ছাচারী শাসন নির্মূ্ল করে একটি আদর্র্শভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে শসস্ত্র প্রস্তুতি গ্রহনে ব্রতী হো্ন । ২৪ পরগনা, নদীয়া ও ফরিদপুর জেলার কিছু অংশ নিয়ে তিনি এক স্বাধীন রাজ্য গঠন করেন ।

তাঁর মন্ত্রী ছিলেন মিসকিন খাঁ এবং সেনাপতি ছিলেন গোলাম খাঁ । কলকাতার নারিকেলবাড়ীয়ায় তিনি বাঁশের কেল্লা গড়ে তোলেন । তাকেঁ শায়েস্তা করতে এসে ব্রিটিশ সেনাপতি আলেকজান্ডার পরাজিত হয়ে পলায়ন করলে লর্ড ব্যান্টিন্ক কর্নেল স্টুয়ার্ডের নেতৃত্বে একটি শক্তিশালী বাহিনী প্রেরণ করেন (১৮৩১) । তিতুমীর বীরত্বের সঙ্গে যুদ্ধ করে শাহাদতবরণ করেন । সেনাপতি মাসুম খাঁকে ফাঁসি দেয়া হয় ।

আমরা আজ এই মহান বিপ্লবীকে শ্রদ্ধাভরে স্মরণ করছি সুত্রঃ নুরুজ্জামান মানিক, স্বাধীনতা যুদ্ধের অপর নায়কেরা, শুদ্ধস্বর, ফেব্রুয়ারি ২০০৯ , পৃ ১২ ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।