আমাদের কথা খুঁজে নিন

   

এক পুতুল ওয়ালী......

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

পোংটা পিচ্চির কথা ত আগেই বলেছি। এবার বলি এক গুড গার্ল এর কথা ।

একই বিল্ডিংয়ের দোতলায় থাকে মেয়েটি। সেই বাড়ীর বাড়ীওয়ালার নাতনী। মেয়েটি ওয়ান/টু তে পড়ে। কিন্তু এইটুকু মেয়েকে পড়াতে বসিয়ে ওর মা যে মাইর দেয় তাতে মনে হয় আমিও ঐ মাইর সহ্য করতে পারবনা। আমাদের বাসা থেকে চড়ের আওয়াজ শোনা যায়।

ওর মা আবার বলে " কান্দস্ ক্যান? আমি কি তোরে মারছি"? । ও আবার কান্নার ফাঁকেই বলে " আস্তে মারো, আমি ত ব্যাথা পাই" । যাই হোক ওর এটা খেলা কিনা জানিনা তবে মাঝে মধ্যেই দেখি বারান্দায় একটা পুতুল কোলে করে আসে। ওর পরনে থাকে প্যান্ট। জামা থাকে না তবে মাথাটা একটা স্কার্ফ দিয়ে সুন্দর করে ঢাকা থাকে।

গায়ে জামা নেই সেদিকে খেয়াল নেই তবে সতর্ক থাকে স্কার্ফটা যেন ঠিক মত থাকে। সেদিন আমি আর আম্মা বারান্দায় দাড়ানো ছিলাম। তখন দেখি ওর আরেক খেলা। একটা পুতুল গলার সাথে এমন ভাবে জড়িয়ে রেখেছে দূর থেকে দেখে মনে হচ্ছিল ওটা আসলেই বুঝি একটা মানুষ। পুতুলটা কোলে করে কিছুতেই সুন্দর মত কাজ করতে পারছিলনা তাই কিছুক্ষন পরে দেখি পাহাড়ী মহিলারা যেভাবে বাচ্চা পিঠে বেঁধে কাজ করে ঠিক সেভাবে একটা গামছা দিয়ে বেঁধে মনের সুখে খেলছে।

আমি আর আম্মা মজা করে ওর খেলা দেখছিলাম। মানুষের জন্মগত ভাবেই কিছু স্বভাব থাকে। একটা পিচ্চি ছেলে কোন দিনই এই টাইপ খেলা খেলবে না। আবার এই মেয়েটাকে যত সুন্দর রং বেরংয়ের বল, ব্যাট, গাড়ী এনে দেওয়া হোকনা কেন তার কাছে পুতুলটাই আকর্ষনীয় মনে হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।