আমাদের কথা খুঁজে নিন

   

আমি ছিঃ বলবো........এবং বেশ কয়েকবারই বলবো.........

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...

শেষ পর্যন্দ আমিও বাদ পড়লাম না। আমার বিরুদ্ধেও এই অভিযোগগুলো আনা হলো। কতোটা অসং, কতোটা নিচু হতে পারে মানুষের চিন্তা ভাবনা। সব কিছুতেই ধর্মকে টেনে আনার একটা প্রবণতা। আমার পোস্টে নাকি আমি কুরআনকে অবমামনা করি।

হায়রে! আপনারা কি কোনোদিন The book of Mozilla পড়েছেন? যদি কোনদিন না পড়েন তাহলে আজকে একটু অন্ততঃ পড়েন। এটা হলো মোজিলার ইন্টারনেট এক্সপ্লোরারে সাথে সাংঘর্ষিক সম্পর্ক নিয়ে মোজিলার বানানো একটি কাল্পনিক বই। যদিও বইটা ইংরেজীতে কিন্তু পারলে ঐটার একটু বাংলা করবেন তারপর দেখেন ভাষাগুলো কেমন হয়: http://www.mozilla.org/book/ And the beast shall come forth surrounded by a roiling cloud of vengeance. The house of the unbelievers shall be razed and they shall be scorched to the earth. Their tags shall blink until the end of days. from The Book of Mozilla, 12:10 And so at last the beast fell and the unbelievers rejoiced. But all was not lost, for from the ash rose a great bird. The bird gazed down upon the unbelievers and cast fire and thunder upon them. For the beast had been reborn with its strength renewed, and the followers of Mammon cowered in horror. from The Book of Mozilla, 7:15 এবং তারপর বলুন কে কার অবমাননা করে....... যারা এতো লাফলাফি করছিলেন বিষয়টা নিয়ে তাদের কারো পিসিতে মোজিলা ফায়ারফক্স ব্রাউজার থাকলে সেটির এ্যাড্রেস বারে গিয়ে লিখুন: about:mozilla তারপর Enter চাপুন দেখুন কি আজন্ম পাপ বয়ে বেড়াচ্ছে আপনার নিজের পিসি......... যে কেউই যখন কোন উচ্চতর শক্তি সম্পর্কে জানান দিতে গিয়ে লিখবে, যখনই কেউ কাউকে তার চাইতে শক্তিধর অবস্থানে আছে এমন কারো কথা লিখবে এবং চাইবে তাতে ভাষাটায় একটু এপিক ভাব থাক সেই এই ভাষারীতি ব্যবহার করবে। এ ভাষারীতিটা কোন ধর্মীয় কিতাবের নয়, বরং সাহিত্যের সাথে এর সংযোগটা বেশি। ধর্মের বিশ্বাসের দিক দিয়ে হতো আমি আপনাদের ধারে কাছেরও নই........আমি নিতান্তই সৃষ্টিকর্তার পাপী একজন বান্দা........তবে মোরালিটি জিনিসটা আমি অন্ততঃ বুঝি.......... এই সাইটটাকে এককালে খুব ভলোবাসতাম।

ভাবতাম মানুষগুলো এ্যাটলিস্ট এখানে ফান আর সিরিয়াসনেসের পার্থক্যটা বুঝে.........কিন্তু আমি ভুলে গিয়েছিলাম সেটার জন্য আরেকটা পূর্ব কোয়ালিফিকেশন লাগে....... যাদের এখনো গায়ে চুলকানি আছে তারা চাইলে এই পোস্টের ৭৬ ও ৯৩ নং কমেন্ট দু'টি দেখে আসতে পারেন: http://www.somewhereinblog.net/blog/Nafis_Iftekhar/28956461 তাহলে হয়তো উপলব্ধি পারবেন কথাগুলো কোন সেন্সে বলা..........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।