আমাদের কথা খুঁজে নিন

   

কেন যে মনে রাখতে পারি না



একটা কবিতার কয়েকটা লাইন মাথায় ঘুরছে। আমার লেখা না অবশ্যই। কবিতা আমার একেবারেই আসে না। কোথাও পড়েছিলাম কবিতাটা। কিন্তু কোথায় যে পড়েছি, কার লেখা কিছুতেই মনে পড়ছে না।

লাইনগুলো কেন মাথায় রয়ে গেছে তাও বুঝতে পারছি না। আবার ঠিকমত রয়ে গেছে তাও কিন্তু না। শব্দগুলো এদিক ওদিক হয়ে গেছে। বলেছিলাম ভালোবাসি তোমায় আসোনি তো কাছে বলেছ এ কখনও হবার নয় তুমি আর আমি, কিভাবে? কেন নয়? আমি কি এতই মন্দ? বোঝ না কেন, কোথায় তুমি কোথায় আমি তুমিই বল। তাই বলে কি ভালোবাসতে নেই? সুখী করতে পারবো না যে তোমায়।

হয়তো, হয়তো না, তুমি তো জানো না কেন এখনই পিছিয়ে যাও একটু কাছে এসে তো দেখ একবার ভালোবেসে তো দেখ। আসল কবিতাটার বারোটা বাজালাম মনে হয়। কেন যে ঠিকমত মনে রাখতে পারি না। কারও কি জানা আছে কবিতাটা কার? (ব্লগের কারোর নাকি )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।