আমাদের কথা খুঁজে নিন

   

২৫ ঘণ্টা অস্ত্রোপচারে আলাদা হলো তৃষ্ণা-কৃষ্ণা

>>>বৈশাখের ঐ রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙ্গে পড়ে, ছেঁড়া পাল আরও ছিঁড়ে যায়...<<<

দীর্ঘ ২৫ ঘণ্টা অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে মাথা জোড়া লাগানো বাংলাদেশি দুই শিশু তৃষ্ণা ও কৃষ্ণাকে আলাদা করা হয়েছে। অস্ট্রেলিয়ার চিকিত্সকেরা আজ মঙ্গলবার এই তথ্য জানান। বিবিসি অনলাইনের খবরে বলা হয়, ১৬ জন খ্যাতিমান শল্যচিকিত্সক গতকাল সোমবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে অস্ত্রোপচার শুরু করেন। আর এটি শেষ হয় আজ স্থানীয় সময় বেলা ১১টায়। অস্ট্রেলিয়ার মেলবোর্নে রয়্যাল চিলড্রেনস হাসপাতালে (শিশু হাসপাতাল) এই অস্ত্রোপচার হয়।

আজ মঙ্গলবার ওই শিশু হাসপাতালের শল্য বিভাগের প্রধান লিও ডোনান জানান, অস্ত্রোপচারের পর দুই বোন এখন ভালো আছে। ডোনান এই অস্ত্রোপচারকে এক স্মরণীয় মুহূর্ত উল্লেখ করে বলেন, ‘সফল অস্ত্রোপচারের স্বস্তি নেমে এসেছে। তবে আমরা মনে করি, সবাইকে বুঝতে হবে যে আমাদের আরও অনেক পথ পাড়ি দিতে হবে। কারণ, ওই দুই শিশুর সামনে কঠিন সময় আসছে। এবার তাদের মাথার খুলির কাটা অংশে হাড় ও চামড়ার ঘাটতি পূরণের জন্য পরবর্তী অস্ত্রোপচার হবে।

’ হাসপাতালের চিকিত্সক ইনান ম্যাকেঞ্জি জানান, শিশু দুটির অবস্থা বর্তমানে ভালো। তাদের দুজনের আলাদা মস্তিষ্কে রক্ত সঞ্চালন শুরু হয়েছে। চিকিত্সকেরা এর আগে জানিয়েছিলেন, দুই বোনের মধ্যে যেকোনো একজনের মৃত্যুর আশঙ্কা রয়েছে ২৫ শতাংশ। পাশাপাশি মস্তিষ্কে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে ৫০ শতাংশ। চিলড্রেন ফার্স্ট ফাউন্ডেশন (সিএফএফ) নামের একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোইরা কেলি ঢাকার একটি এতিমখানা থেকে তৃষ্ণা ও কৃষ্ণাকে ২০০৮ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় নিয়ে যান।

সে সময় দুই বোনের অবস্থা ছিল আশঙ্কাজনক। অস্ট্রেলিয়ায় চিকিত্সা দিয়ে তাদের সুস্থ করে তোলা হয়। এই যমজ দুই বোনের বয়স এখন প্রায় তিন বছর। সিএফএফের নীতিমালা অনুযায়ী ঢাকার ওই এতিমখানার নাম-ঠিকানা এবং শিশু দুটির পরিচয় গোপন রাখা হয়েছে। (সম্পূর্ণ সংবাদটি দৈনিক প্রথম আলো অনলাইন সংস্করণ থেকে সংগৃহীত) লিংক : http://www.prothom-alo.com


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।