কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....
এই আমি হামীম আমাকে চিনতে পারছো না। ঐ যে একটা বাটারবন দু বন্ধুতে মিলে খেয়ে ছিলাম। যা আমরা প্রায়ই দু বন্ধুতে একসাথে আধা আধী করে খেতাম। আর সাইকেলে করে বেড়াতে বেড়িয়ে ছিলাম। ২টা সাইকেল।
পাশাপাশী অনেক দূর চলে গিয়েছিলাম।
চিনো নাই না। মনে করতে পারিছিস না।
না পারারই কথা । তুই না এখন অনেক বড় অফিসের বস হয়েছিস।
বুঝতে পারছিস না মনে করতে পারছিস না। না আমি তর কাছে কিছু চাইতে আসিনি। দেখতে এসেছিলাম ।
অনুভূতি গুলো পড়ে আরেকদিন বলবো দুঃখিত
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।