আমাদের কথা খুঁজে নিন

   

দেশ বদলাতে এগিয়ে আসুন

ব্লগিং শেষ
এককালে স্বধীন ছিল এই দেশ। ইংরেজদের হাতে হয় স্বাধীন দিন শেষ হয়। ১৯৪৭ সালে বহু কাঠখড় পুরিয়ে বাঙ্গালি মনে করছিল দুঃখ বুঝি শেষ। কিন্তু এ জাতির ভাগ্যে যে সুখ নাই। সাথে যুক্ত পাকিস্তানযে শুরু করল নতুন বাহানা।

১৯৫২ ,১৯৬৯ সালে তার প্রমান মিলল। ১৯৭১এ যার করনে বাংলাদেশ তৈরি হইল। তখন দেশে জাতির জনক হত্যার মাধ্যমে ডেকে আনল নতুন দুঃখ তারপর আবার জিয়াউর রহমান হত্যা। আবার শরু হল নতুন সমস্যা। এরশাদ শুরু করল তার নতুন কর্মকান্ড।

তখন বর্তমানের দুই নেত্রী মিটাইল সমস্যা। এখন তারাই এ দেশের মূল সমস্যা। কথা হল প্রতিবারই এ দেশের সমস্যার সমাধান করিছিল নেতারা এবং মূল কাজ করেছিল ছাত্ররা। এদেশে এখন মূল সমস্যা রাজনৈতিক দল গুলোই যখন সমস্যা তখন যা করার করতে হবে ছাত্রদের। কিন্তু তারাই কিভাবে করবে।

তারাতো ১৪-১৫টা ডিটিং শেষ কইরা সময় পায় না। প্রশ্ন হল আগে কি কোন ছাত্র নেতা প্রেম করনোই। করছে কিন্তু তা এখনের মতো বিচ্ছিরি ছিল না। এখনের পোলাপাইন বিয়ে করে ১ টারে তাও আবার বাবা মার মমেনে নিয়ে। এবং দেশে এখন কয়েকটা রাজাকারের বাচ্চা এখনও জীবিত।

যাদের সংঘটন হল জামায়াত ইসলামী বাংলাদেশ। লগে তাদের ছাওয়ালেরা খুলছে শিবির। যার মধ্যে মাথা মোডা কয়কেটা মুক্তিযোদ্ধার পুলাপাইনও আছে। যাদের মূল কাজ হল এদেশের কিশোর থেকে যুব সমাজ ধংস্ব করা। আমার মতে১৯৭১ সালের পরে জন্ম নেওয়া একমাএ বুদ্ধিজিবী হত্যাও তাদের কাজ।

ধর্ম যাদের অস্ত্র মাত্র। যদি তাই না হয় তবে তারা কেন ঘটাবে ধর্ষনের মত ধর্ম বিরোধী ঘটনা। কিন্তু তারাজে এদেশের মোট যুব সমাজের চেয়ে খুব কম। সেদিন এক মেয়ে বাবা মায়ের ভুল কাজের জন্য আইনের দারস্থ হল। শিবির প্রতিরোধে তার ভূমিকা অনেক দিন মনে থাকবে সবার।

আস্তে আস্তে একটা দুইটা প্রতিবাদ শুরু করাই এখন আমাদের একমাত্র উপায়। নিজে শুরু করেন আস্তে আস্তে সবাই শুরু করবে। অবশ্য কাদের কথা বলি যাদের কিনা 'বদলে যাও বদলে দাও' সেমিনারে তেলাপোকা যুক্ত খাবার পাওয়া যায় সেই প্রথম আলোর। তাই দেশের ভলর জন্য অন্যয়ের প্রতিবাদ শুরু করনে। হয় একা নাহয় দলগতভাবে।

দোহাই আপনাদের আবার আরকেটি আন্দোলন শুরু করুন। নাহয় এদেশ আর পালটাইবনা।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।