আমাদের কথা খুঁজে নিন

   

এসব আজ তোমারই থাক-



(পূর্ব প্রকাশের পর) ৭) অন্তিমতার জন্য ছিল বরফ ছিল এক বাকরুদ্ধ চাতক, অন্তিমতার আর যা কিছু ছিল সবই আজ এক গভীর হিমাংকের নিচে চলে গেল । প্রহসন ছিলনা, স্বীকারোক্তি ছিল যা অপলাপ হয়তোবা ছিলো তা, তবু উচ্ছাস্‌ একদিন যা ছিল অবশিষ্ট এক সৌরঝড়ের সংকেতে তা মিলিয়ে গেল শূন্যে । বিষ্ময়ের কিছু অবশিষ্ট ছিলনা ছিলনা কোনো মৃতবৃক্ষের কাছে তার ইতিহাস ছিলনা তার দিনলিপির গা'য়ে কোনো আকাঙ্খার তর্জমা---অথচ । ৮) এখানেই সমস্ত হাত সাদা আর নীল এখানেই ছেড়ে গেছো দেহ, খসে পড়া পাতা আর ফলের ভেতর এখানেই পাখিরা বাসাভাঙ্গার নিয়তি মেনে নেয় ভোরবেলা । এখানেই যখন আর সূর্য উঠেনা জেগে জলতল থেকে এখানেই যখন আর সময় বিয়োগ না ঘটিয়ে উড়াতে চায়না রুমাল শোকে স্থাপিত তুমি তখন কী চাও সাদা না নীল ! ......(ক্রমশঃ)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।