(পূর্ব প্রকাশের পর)
৩)
কিছু পোড়ানোর সময় হয়েছে
কিছু নিশ্চিহ্ন করার
কিছু ভুলে যাওয়ার সময় হয়েছে
কিছু স্বীকার করার
কিছু অস্বীকারের সময় হয়েছে
কিছু মুছে ফেলার...
অতঃপর সামান্য কিছু উপহাস শুধু
জামায় লেগে থাকা নীরব....
যদি নীরব হয়ে যাও
যদি আবৃত নীরবতার কাছে....।
৪)
নীল চাদর,
একটি আবশ্যিক হতাশাকে
কাটা হয়েছে তার নিচে ।
তার নিচে শুকোচ্ছে
একখন্ড প্রশান্তি ।
রাত্রিময়তা আজ তাই উৎসব ।
৫)
এখন পালক ছাড়ানো হয়
পালক আকাশ বাতাস সর্বত্র ।
আগে ছাল ছাড়ানো হতো
ছালের হিসেব থাকতো ।
এখন উপরিকাঠামো ভাঙ্গার কাজ
এখন কোনো হিসেব নেই ।
৬)
গোপন ক্যামেরা মানে গোপন উত্তেজনা
গোপন ক্যামেরা মানে গোপন বিপ্লব
গোপন ক্যামেরা মানে লোমকূপে লুকোনো সন্দেহ
গোপন ক্যামেরা মানে একটি অনায়ত চোখ ।
মোগল আমলে কোনো গোপন ক্যামেরা ছিলনা
মোগল আমলে শোনাযায় দেয়ালেরও কান ছিল
মোগল আমলে শোনাকথা পাথরেরও প্রাণ ছিল ।
....(ক্রমশঃ)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।