আমাদের কথা খুঁজে নিন

   

আমরা যা খাচ্ছি



গত দুই/তিন দিন আগে বুলবুল(ছোট ভাই) একটা পটেটো চিপস নিয়ে আসল। মুখরোচক এই খাবারটি খাওয়ার জন্য আমাদের আর দেরি সইল না। তো সে সানন্দে প্যাকেটটি খুলল। আর খোলার পর যা দেখলাম তাতে খাওয়া তো দুরে থাক আমাদের চোখ ছানাবড়া হয়ে গেল। ছবি দেখে বুঝতে পরছেন হয়তো।

চিপসের প্যাকেটের ভিতরে আস্ত একটা পঁচা পাটের দড়ি। চিন্তা করেন, যেখানে এগুলো তৈরী হচ্ছে সেখানে এগুলো কতটা স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরী হচ্ছে। আর এজন্যই আমরা বাংলাদেশীরা সবসময় "ফুড পয়জনিং" এর শিকার হই। যেখানে অন্য দেশগুলো কঠোর। তবে যে দেশে ঔষধ পর্যন্ত নকল তৈরী হয় সেখানে তো এটা মামুলি ব্যাপার।

হায়রে- আমাদের কবে বিবেক হবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।