১)
আবারো একবার সেই ভেঙে যাওয়া
অন্ধকার মানুষেরা তখনো জমায়েত, মজবুত
আবারো একবার সেই ধরাপড়া
অন্ধকার নিঃশব্দ ছাইপাশ, আশরীর খুলে পড়া ।
পৃথিবীতে এমনই আজ স্বাতী নক্ষত্রের অভাব
পৃথিবীতে এমনই অভাব আজ গোপন ক্থার
পৃথিবীতে এমনই শুধু ধারদেনা দড়িদাড়া
সঙ্গিন মাস্তুলের অসম বিন্যাস....
এসব আজ তোমারই থাক ।
২)
তিনি এমনই ভেবেছিলেন
এমনই এক পৃথিবী
এমনই এক ঈশ্বর
এমনই এক সভ্যতা ।
তিনি এমনই ভেবেছিলেন
এমনই এক শরীর
এমনই এক জন্ম, এক অন্তিমতা
যা সন্দেহজনক ।
অথচ একজন আরেকজনকে যখন আলো দিচ্ছে
একজন আরেকজনকে তখন জল দিচ্ছে
একজন আরেকজনকে যখন রক্ত দিচ্ছে
তখন একজন আরেকজনকে ...।
অবশেষে তিনি চলে গেলেন
বলে গেলেন রাজহাঁস
সুন্দর ও সন্দেহজনক।
বলে গেলেন নিন্দনীয় যা কিছু
সবই ওয়াশেবল ।
----(ক্রমশঃ)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।