সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি দেশ ভ্রমণ করে বিশ্বের বুকে এই প্রথম রেকর্ড গড়লেন এক বাঙালি পর্যটক কাশী সমাদ্দার। গত বুধবার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ ভ্রমণের স্বীকৃতিস্বরূপ তাঁর হাতে তুলে দিয়েছে সনদ।
কাশীর জন্ম কলকাতায়। তবে এখন তিনি দুবাইয়ে থাকেন এবং ব্যবসা করেন। বয়স মাত্র ৫২ বছর।
এ বয়সেই তিনি পৃথিবীর ২১৮টি দেশ ভ্রমণ করে গড়েছেন এ বিশ্বরেকর্ড। তিনিই বিশ্বের প্রথম ব্যক্তি, যিনি জাতিসংঘের সদস্যভুক্ত ১৯৪টি স্বাধীন-সার্বভৌম দেশ ভ্রমণ করেছেন। তাঁর ভ্রমণের লক্ষ্য ছিল বিশ্ব ভ্রমণ এবং সেই সঙ্গে বিশ্বশান্তির কথা প্রচার করা। প্রথম তিনি যাত্রা শুরু করেছিলেন উরুগুয়ে থেকে সেই ১৯৯৫ সালের শেষ দিকে। আর শেষ দেশ ঘোরেন নতুন স্বাধীন দেশ সার্বিয়া।
সার্বিয়ায় পৌঁছেছিলেন গত বছরের ২৭ মে।
কাশী সমাদ্দার জানান, বিশ্বের এ ২১৮টি দেশ সফর করতে তাঁর সময় লেগেছে ১২ বছর আট মাস ১৩ দিন। এ সুদীর্ঘ ভ্রমণের সময় তিনি বহু বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। ভারতীয় হওয়ায় তাঁর মাঝেমধ্যে ভিসা পেতে সমস্যাও হয়েছিল। দক্ষিণ আফ্রিকার একটি দেশ প্রথম দিকে ভিসা দিতে অস্বীকার করেছিল।
আবার মালডোভার ভিসা পেতে সময় লেগেছিল তিন বছর। ৭০টি দেশ তিনি ঘুরেছেন স্ত্রী বর্ণালীকে নিয়ে। কাশী যুদ্ধবিধ্বস্ত সোমালিয়া, আফগানিস্তান, পূর্ব তিমুর, ইরাক, কঙ্গো যেতেও ভয় পাননি। তবে তিনি এ সফর করেছেন নিজের খরচে। হাত পাতেননি কারও কাছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।