একটি ভীষণ না থাকাকে সঙ্গে নিয়ে প্রতি রাতে ঘুমাতে যাই
একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দুটি জলে ভাসতো
আর ভালোবাসতো
এ জীবন তবু কিছু না কিছু পেত
যদি এমন হতো একটি কথা
আমায় বলে কেউ ভেঙে দিত
সব নীরবতা
এ জীবন তবু কিছু না কিছু পেত
যদি এমন হতো একটি শ্রাবণ
আমায় কাঁদিয়ে বলে যেত সে
এইতো মরণ
এ জীবন তবু কিছু না কিছু পেত
তথ্য--->
গায়ক/গায়িকার নাম : সৈয়দ আব্দুল হাদী এবং সামিনা চৌধুরী
গীতিকার : আমজাদ হোসেন
সুরকার : আলাউদ্দিন আলী
ছিনেমার নাম : জন্ম থেকে জ্বলছি
উৎসর্গ--->
সামহোয়ারে পরিচয়, অতঃপর ভার্চুয়াল দুনিয়ায় আমার প্রিয় মানুষ হয়ে উঠা সাইফুর ভাই কে
লিংক--->
সামিনা চৌধুরী, মুভি ভার্শন
সৈয়দ আবদুল হাদী, মুভি ভার্শন
অন্য এক মহিলার গলায় এই গান, এটাও ভালো আছে
পূর্বের গানব্লগ
গানব্লগ : পাখিরে তুই দূরে থাকলে - সুবীর নন্দী
গানব্লগ : যাও পাখি বলো তারে - কৃষ্ণকলি
গান ব্লগ : কাভি কাভি মেরে দিল মে খ্যায়াল আতা হ্যায় - মুকেশ/লতা মুংগেশকর
গান ব্লগ : কেন চলে গেলে দূরে - শ্রাবন্তী আলি এবং অর্নব
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।