নতুন প্রিপ্রেইড প্যাকেজের আওতায় গ্রাহকরা ৩০০ টাকায় ১২৮ কেবিপিএস গতিতে ২ গিগাবাইট, ১২০০ টাকায় ২৫৬ কেবিপিএস গতিতে ৮ গিগাবাইট এবং ২৪০০ টাকায় ১ মেগাবাইট গতিতে ১৬ গিগাবাইট ডাটা ডাউন লোড করতে পারবেন। সেইসঙ্গে পাঁচশত টাকা নিবন্ধণ ফি এবং ছয়শত টাকা সেটআপ কনফিগারেশন চার্জ দিতে হবে।
দিনের বেলা এবং রাতের বেলা ব্যবহারের জন্য পৃথক দুটি নতুন প্যাকেজও চালু করেছে বিটিসিএল।
দিনের বেলা- সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত - ৩ মাসের জন্য ২,১০০ টাকা (১২৮ কেবিপিএস), ৩,৬০০ টাকা (২৫৬ কেবিপিএস) এবং ৬,০০০ টাকা (৫১২ কেবিপিএস)।
রাতের বেলা- রাত ৮ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত ৩ মাসের জন্য ৩,০০০ টাকা (৫১২ কেবিপিএস), ৪,৫০০ টাকা (১০০০ কেবিপিএস) এবং ৭,২০০ টাকা (২০০০ কেবিপিএস)।
এ দুটি প্যাকেজের জন্য ৩০০ টাকা নিবন্ধণ ফি এবং ৫০০ টাকা সেটআপ কনফিগারেশন চার্জ দিতে হবে।
বিস্তারিত জানতে http://www.bdnews24.com/bangla/details. … ;id=114051 ক্লিক করুন
কঠিন টেকনোলজি আর নোংরা রাজনীতির মধ্যবর্তী খবর পাবেন এখানে http://bloggermamun.blogspot.com/
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।