আমাদের কথা খুঁজে নিন

   

Bloogger-এ Menu-bar/Page এবং Comment box নিয়ে Problem-এ পরেছি!!!

প্রথমেই সকলকে আমার পক্ষ থেকে সহস্র শুভেচ্ছা! ব্লগার Expert-দের প্রতি দৃষ্টি আকর্ষন করছি। আমার একটি নিজের ব্লগ আছে। সেটির নাম হলো Virtual aia। এখানে সাধারনত প্রযুক্তি বিষয়ক লেখা-লেখি করি, অর্থাৎ লেখা-লেখি করতে চেষ্টা করছি। তবে এই পথে মাঝে মাঝে বিভিন্ন সমস্যার সম্মখিন হতে হয়, এই যেমন:- আমার ব্লগে Virtual News, Education, Earning, Free Internet, Computer, Android, Mobile, Facebook, Article নামক বেশ কয়টি নতুন Menu তৈরী করেছি।

কিন্তু এই Page-গুলোতে আলাদা আলাদা ভাবে লেখা পোস্ট করতে পারছি না। আমার নতুন পোস্টগুলো শুধুমাত্র Home Page-ই অবস্থান করে, এগুলোকে আমি বিষয় অনুযায়ী আলাদা আলাদা Page-এ স্থান দিতে পারছি না। কিভাবে এই সমস্যাটি থেকে পরিত্রান পাওয়া যায়, জানালে খুবিই উপকৃত হতাম।
আমি যে একজন নতুন ইউজার তা নিশ্চই আপনাদার এখন আর বলার অপেক্ষা রাখে না। আমার ব্লগে আরো একটি সমস্যা দেখা দিয়েছে।

সমস্যাটি হলো এমন— “আমার নিজের Computer থেকে আমার ব্লগে প্রবেশ করলে, আমার ব্লগের Comments Box ও Comments দেখা যায় না। কিন্তু আমি আমার ফ্রেন্ডদের Computer থেকে আমার ব্লগে প্রবেশ করলে Comments Box ও Comments দেখাসহ ইউস পযর্ন্ত করা যায়। ” এই সমস্যাটি কেনই বা হলো? এবং কিভাবে এই Problem Solve করতে পারি জানালে আমার লেখা-লেখি করার চেষ্টাটা আরো সুন্দরভাবে চালিয়ে যেতে পারতাম।
আমার ব্লগে সবচেয়ে বড় যে প্রবলেমটি আছে সেটি হলো…. আমি আমার Page-এ ভুল করে নরমাল Comments Box-এর স্থানে Google+ Comments Box স্থাপন করে ফেলেছি। এখন আবার পূর্বের আবস্থান ফিরিয়ে আনতে চাচ্ছি কিন্তু পারছি না।

Please Help!!! আমার Blog-এর লিঙ্কটি দিয়ে দিলাম।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।