আমাদের কথা খুঁজে নিন

   

তুমি আজো বিঁধে আছো এই মনে, স্মৃতির নিজস্ব নিয়মে

জানি আমি তোমার দু'চোখ আজ আমাকে খোঁজে না আর পৃথিবীর পরে

আজ মন খারাপ তাই গেলাম জলের কিনারে, মনে পড়ে দিঘির পাড়ে জ্যোৎস্না রাতে আমি ছিলাম তোমার বুকের পাশে ঝড়া পাতার সরসর শব্দে জেগে ওঠা যৌবনে দু’জন ছিলাম আলিঙ্গনে, তোমার রূপের প্লাবনে ঝাপটা মেরে আমি হয়েছিলাম স্বস্তিময় তখন তোমার নরম মুখের চারপাশে ছিল এলোমেলো চুল গোধুলিমাখা ঠোঁটে চুম্বনে চু্ম্বনে দিঘির জলে ফুটেছিল ভোর। আজ মন খারাপ তাই গেলাম জলের কিনারে, জানিনা তোমার মনে আছে কিনা সেই পূর্নিমা রাত, রূপের পিঠে এই আঙুলের ছাপ। সব- সবই আছে এই মনে, আজো তুমি বিঁধে আছো আমার সমস্ত অরণ্যে স্মৃতির নিজস্ব নিয়মে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।